ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হার্ট এ্যাটাক ও স্ট্রোক হ্রাসের নয়া ওষুধ আবিষ্কার

প্রকাশিত: ০৯:২৭, ২৪ আগস্ট ২০১৯

 হার্ট এ্যাটাক ও স্ট্রোক  হ্রাসের নয়া  ওষুধ আবিষ্কার

চারটি ওষুধের সংমিশ্রণের তৈরি একটি বড়ি মানুষের হার্ট এ্যাটাক ও স্ট্রোকের হার উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রক্তের ঘনত্ব কমাতে সক্ষম এ্যাসপিরিন, কোলেস্টেরল কমায়-এমন ওষুধ ও রক্তচাপ কমাতে সক্ষম দুটি ওষুধের সংমিশ্রণে এই বড়ি তৈরি করা হয়েছে। নতুন এই ওষুধের নাম দেয়া হয়েছে পলিপিল। ইরান, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একদল গবেষক দাবি করেছেন, হার্ট এ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে পলিপিল বিরাট ভূমিকা রাখতে পারে। দিনে মাত্র কয়েক টাকা মূল্যের এই ওষুধ সেবন করে মানুষ হার্ট এ্যাটাক ও স্ট্রোক ঠেকাতে পারে। প্রাথমিকভাবে ইরানীদের ওপর এই ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এসব রোগীকে বয়স ভেদে অল্প মাত্রায় পলিপিল সেবন করতে বলা হয়। প্রতিবছর বিশ্বব্যাপী ধমনীতে রক্তজমাট বেঁধে এবং স্ট্রোকে প্রায় দেড় কোটি লোক মারা যায়। ধূমপান, স্থুলতা ও কায়িক পরিশ্রম না করার ফলে মানুষের হার্ট দুর্বল হয়ে পড়ে। প্রাথমিকভাবে ইরানের একশ’টির বেশি গ্রামের ছয় হাজার ৮শ’ মানুষের ওপর পাঁচ বছর ধরে এই পরীক্ষা করা হয়। ৫০ থেকে ৭৫ বছর বয়সী এসব মানুষ হার্ট সংক্রান্ত জটিলতায় ভুগছিল। সূত্র : দ্য গার্ডিয়ান ও ফিন্যান্সিয়াল টাইমস অনলাইন
×