ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় চাটনি টাওয়ার

প্রকাশিত: ০৯:২৮, ২৪ আগস্ট ২০১৯

 সবচেয়ে বড় চাটনি টাওয়ার

সংযুক্ত আরব আমিরাতের সিটি সেন্টার আজমানের একটি মুদি দোকান কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে বড় চাটনির টাওয়ার বানিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে। ১১ ফুট লম্বা টাওয়ারটি তৈরিতে মোট ৮৮৩টি টমোটো চাটনির বোতল ব্যবহার করা হয়েছে। ৫২ স্বেচ্ছাসেবী ৪৮ ঘণ্টা সময় নিয়ে এই টাওয়ার তৈরি করেছেন। টাওয়ারটির নাম দেয়া হয়েছে ‘এডচাপ’। বিশ্বখ্যাত পপ স্টার ও চাটনিপ্রেমী এড শেরান এটির নক্সা করেন। -খালিজ টাইমস
×