ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে সৎ ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ০৯:৩৬, ২৪ আগস্ট ২০১৯

নান্দাইলে সৎ ছেলের হাতে মা খুন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৩ আগস্ট ॥ উপজেলায় জীবন নামে এক ছেলে তার সৎমাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত নারী হালিউড়া গ্রামের আব্দুল হেলিমের দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগম (৩০)। শুক্রবার দুপুরে খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, হালিউড়া গ্রামের বাসিন্দা আব্দুল হেলিমের প্রথমপক্ষের সন্তান জীবন মিয়া (৩২)। কোরবানির ঈদ উপলক্ষে জীবনের দুই বোন আজিমা ও কল্পনা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। কিন্তু সৎমা মুক্তা বেগম স্বামীর আগের পক্ষের সন্তানদের তেমন একটা পছন্দ করতেন না। শুক্রবার বিষয়টি নিয়ে জীবনের সঙ্গে মুক্তা বেগমের কথা-কাটাকাটি হয়। এ সময় মুক্তার স্বামী হেলিম বাড়িতে ছিল। জীবন মিয়া এক পর্যায়ে মুক্তা বেগমের ওপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। মুক্তা বেগম প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে প্রতিবেশী হাসিম উদ্দিনের বাড়ির দিকে গেলে জীবন ছুরি হাতে মুক্তার পিছু পিছু ধাওয়া করে। এক পর্যায়ে হাসিমের বাড়ির পাশে মুক্তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাটির প্রত্যক্ষদর্শী নারী আসমা বেগম জানায়, তিনি মুক্তা বেগমের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে জীবনকে ছুরি হাতে ও রক্তাক্ত অবস্থায় মুক্তাকে উঠানে পড়ে থাকতে দেখেন। তখন তিনি জীবনকে ধাক্কা দিয়ে সরিয়ে মুক্তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান। সেখানে যাওয়া পর চিকিৎসক মুক্তাকে মৃত বলে ঘোষণা করেন। গাজীপুরে শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে অপহরণের ১৬দিন পর এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম অহিরুল ইসলাম (২২)। সে পাবনার আটঘরিয়া থানার ভরতপুর গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে। গ্রেফতারকৃতরা হলো- কালিয়াকৈর থানার চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকার ইয়াকুব শেখ (৫০), তার ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল (২৫) এবং রাজশাহীর পুঠিয়া থানার কান্দা গ্রামের মোঃ শামীম (২২)। শামীম ইয়াকুব শেখের বাড়ির ভাড়াটিয়। কালিয়াকৈর থানার এসআই মাহবুব আলম ও নিহতের স্বজনরা জানায়, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এলাকায় ভাড়া বাসা থেকে দীর্ঘদিন স্থানীয় ময়েজ উদ্দিন টেক্সটাইল মিলে চাকরি করতেন অহিরুল ইসলাম। গত ৬ আগস্ট তিনি গ্রামে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কালিয়াকৈরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এক পর্যায়ে গত ১২ ও ১৩ আগস্ট অপহরণকারীরা অহিরুলের মোবাইল থেকে ফোন করে স্বজনদের নিকট ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। পরে এ ঘটনায় নিহতের চাচাত ভাই পাঞ্জাব আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি এজাহার দাখিল করেন। পুলিশ অপহৃতকে উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ জয়পুরহাটে অভিযান চালিয়ে শামীম আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ইয়াকুব শেখ ও তার ছেলে কামরুল শেখকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি জঙ্গল থেকে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরায় মাদক বিক্রেতা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, মুনসুর শেখ (৪৫) নামের এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার বাঁকাল ইসলামপুর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মুনসুর শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শূটার গান ও ৫০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, মাদক বিক্রি নিয়ে দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গোলাগুলিতে মুনসুর নিহত হয়েছে। তার নামে ১৪টি মাদক মামলা রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ভোর চারটার দিকে মাদক নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে এই ঘটনাটি ঘটে। এ সময় শীর্ষ মাদক বিক্রেতা মুনসুর শেখ নিহত হলেও তার প্রতিপক্ষের কোন ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। তিনি জানান, মুনসুর শেখের বিরুদ্ধে শ্যামনগর থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মাদক মামলা রয়েছে। বরিশালে গৃহবধূ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর কাউনিয়ার বিসিক এলাকা থেকে ফারজানা আক্তার সাথী (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ফারজানা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় পুইউটা গ্রামের রাহাত বিশ্বাসের স্ত্রী ও বানারীপাড়া উপজেলার চাখার কলেজের ছাত্রী ছিল। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি মোঃ আনোয়ার হোসেন স্বজনদের বরাত দিয়ে জানান, গত ছয় বছর পূর্বে বাকেরগঞ্জের রাহাত বিশ্বাসের সঙ্গে বানারীপাড়া উপজেলার ফারজানা আক্তার সাথীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রী নগরের কাউনিয়া ‘মঞ্জিল আবাসিক প্রকল্পে’র একটি বাড়িতে ভাড়া থাকত। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে বাসায় কেউ না থাকার সুযোগে ফারজানা আক্তার সাথী নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক কলহের জেরধরে গৃহবধূ ফারজানা আত্মহত্যা করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। রাজশাহীতে গৃহবধূ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, মহানগরীর কাটাখালী থানার মোহনপুর এলাকার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় নাসিরা খাতুন (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ ওই এলাকার লোকমান আলীর স্ত্রী। লোকমান আলী পেশায় অটোরিক্সা চালক। তাদের সংসারে দেড় বছরের ছেলে রয়েছে। রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় নাসিরা খাতুনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। এর পরপরই তার স্বামী লোকমান আলী বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল ১০টার দিকে দুধ দিতে গিয়ে একজন নারী বাড়ির ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। এ সময় জানালায় উঁকি দিয়ে দেখেন ফাঁস দেয়া অবস্থায় নাসিরা খাতুনের লাশ ঝুলছে। এ সময় তিনি চিৎকার দেন। পরে প্রতিবেশীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঝালকাঠিতে বৃদ্ধ নারী নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, সদর উপজেলার মুরাসাতা গ্রামে নুরজাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ভাইয়ের বাসায় বসবাস করতেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকার মধ্যে তিনি কীটনাশক পান করেন। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
×