ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত

প্রকাশিত: ০৯:৩৭, ২৪ আগস্ট ২০১৯

 টাঙ্গাইলে সড়ক  দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৩ আগস্ট ॥ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক (৪৮) ও আব্দুল কাদের (৩২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা যায়। পুলিশ এবং নিহতের পরিবারের লোকজন জানান, পাবনা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে একই পরিবারের ৫ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মহেড়া এলাকায় পৌঁছলে মাইক্রোবাসের চাকা ফেটে ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ ৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ওই মাইক্রোবাসের ড্রাইভার প্রাথমিক চিকিৎসা নিয়ে কাউকে কিছু না বলে চলে যায়। এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত ৩ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চট্টগ্রামে নিহত দুই স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, মহানগরীর চান্দগাঁও এলাকার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সকালে ট্রাক্টর ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এই মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতরা হলেন কুয়াইশ বড় পুকুর পাড় এলাকায় মোঃ শরীফের পুত্র সুমন (২২) এবং ব্যাটারি গলি এলাকার আবেদ আলীর পুত্র মোঃ আনিস (৩৩)। অটোরিক্সা এবং একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হয়েছিলেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সকাল এগারোটার দিকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
×