ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানববন্ধন হয়ে গেল সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৯:৩৯, ২৪ আগস্ট ২০১৯

 মানববন্ধন হয়ে গেল সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচী হয়ে গেল সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে কাঁটাতার ফেলে নাশকতার মামলা, দুটি হত্যা মামলা, পাঁচটি হত্যাচেষ্টা মামলা, একটি অস্ত্র মামলা (জজকোর্ট থেকে সাজাপ্রাপ্ত), একটি নারী নির্যাতন মামলাসহ ১১টি মামলা আসামির বিরুদ্ধে অত্যাচার থেকে বাঁচতে ও ফাঁসির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেছিল। কিন্তু আসামি শাহাবুদ্দিন খান বাবুর হুমকি ধমকির ভয়ে লোকজন আসতে না পারায় পূর্ব নির্ধারিত মানববন্ধন হয়ে গেল সংবাদ সম্মেলন। শুক্রবার লৌহজংয়ের হলদিয়া বাজারে বিক্রমপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে ২০১২ সালে লৌহজং থানার কাজির পাগলা গ্রামে আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন হত্যা মামলা বাদী ও তার মেয়ে ওয়াহিদা খান দিয়া জানান, বাবু তার পিতাকে খুন করার পর বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি ধমকি দিয়ে আসছে। মোবারক হত্যা মামলার সাক্ষী মোঃ রফিকুল ইসলামকেও ২০১৩ সালে খুন করে বাবু। দুটি মামলারই সে প্রধান আসামি। এছাড়া তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার মামলায় সে জজকোর্ট থেকে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০১৬ সালে শ্রীনগরের যশলদিয়া ওয়াটার ট্রিটমেনট উদ্বোধনে আসার আগের দিন নাশকতার উদ্দেশ্যে পথে কাঁটাতার ফেলা হয়। সেই মামলারও সে আসামি। তার বিরুদ্ধে ১১টির অধিক মামলা থাকলেও প্রতিটি মামলায় সে জামিনে রয়েছে। জামিন পেয়েই সে নতুন নতুন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আমাকে মামলা তুলে নিতে বার বার হুমকি দেয়া হচ্ছে। এ পর্যন্ত আমি থানায় কয়েকটি জিডি করেছি। তার ভয়ে উপজেলা কাজির পাগলা, মৌছা মান্দ্রা, গোয়ালী মান্দ্রা ও দক্ষিণ পাইকসা গ্রামের এলাকাবাসী ভীতসন্ত্রস্ত। অনেকেই বাবুর নীরব চাঁদাবাজির শিকার। আরেক ভুক্তভোগী পুতুল বেগম জানান, তার স্বামী অটোরিক্সা চালক। বিনা কারণে তার স্বামীকে লৌহজংয়ের কাজির পাগলা এলাকার কুখ্যাত সন্ত্রাসী শাহাবুদ্দিন খান বাবু (পিস্তল বাবু) ও তার দলবল মেরে আহত করে। গত মাসাধিকাল ধরে বাবুর ভয়ে সে অটোরিক্সা চালাতে পারছে না। ভুক্তভোগী গাজী শাহ আলম বলেন, পিস্তল বাবুর সন্ত্রাস ও নাশকতায় আমরা এলাকাবাসী অতিষ্ঠ। তার অত্যাচার হতে আমরা বাঁচতে চাই। হাজী মোয়াজ্জেম শেখ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে মারধর করে। তার ভয়ে এখন এলাকায় থাকাটা দায় হয়ে পড়েছে। শুক্রবার আমরা তার বিরুদ্ধে মানববন্ধন ডেকেছিলাম বিক্রমপুর প্রেসক্লাবের সামনে। কিন্তু বাবু ও তার সন্ত্রাসী বাহিনীর হুমকি ধমকিতে এলাকাবাসী মানববন্ধনে আসতে সাহস পায়নি। তাই আমরা সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা তার অত্যাচার হতে পরিত্রাণ চাই। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কাজির পাগলা গ্রামের আবু তাহের, আব্দুল জলিল, কাওছার শেখ প্রমুখ।
×