ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড ইয়ুথ আরচারিতে কোরিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়

প্রকাশিত: ১০:০২, ২৩ আগস্ট ২০১৯

ওয়ার্ল্ড ইয়ুথ আরচারিতে কোরিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ার্ল্ড আরচারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। স্পেনের মাদ্রিদে শুক্রবার রিকার্ভ জুনিয়র বালক দলগত বিভাগের খেলায় দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। রিকার্ভ জুনিয়র বালক দলগতভাবে ১/৮ খেলায় বাংলাদেশ (সাকিব মোল্লা, হাকিম আহমেদ রুবেল ও তামিমুল ইসলাম) ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। ভারতের সঙ্গে অনুষ্ঠিত খেলায় ৪ সেটের মধ্যে দুই দলই ২ সেট করে জয়ের মাধ্যমে সেট পয়েন্ট ৪ করে অর্জন করায় টাই হয়। টাইব্রেকিংয়ে ৩ জনে ১টি করে মোট ৩টি তীর ছোঁড়ার মাধ্যমে আবার দুই দলের মধ্যে ২৬ স্কোরে টাই হয়। একটি তীর ইনার টেনে ভেদ করায় বাংলাদেশ দল বিজয়ী হয়। ওয়ার্ল্ড ইয়ুথ আরচারি চ্যাম্পিয়নশীপ খেলা বাংলাদেশ দল ২৭ আগস্ট দেশে ফিরবে।
×