ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১০:৩১, ২৪ আগস্ট ২০১৯

 শিল্পকলায়  আলোকচিত্র  প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ এক আয়োজনে সম্পৃক্ত হয়েছেন আলোছায়ার দৃশ্য শিকারীরা। যাপিত জীবনের মুহূর্ত কিংবা নিসর্গেও রূপময়তাকে ফ্রেমবন্দী করা আলোকচিত্রীদের কাজগুলো মেলে ধরা হয়েছে এক আঙ্গিনায়। বাংলাদেশের আলোকচিত্রীদের বিশ্বের নানা দেশের ৭০ জন আলোকচিত্রীর ৭০টি ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। স্বদেশের পাশাপাশি ভিনদেশের জীবনবৈচিত্র্যের বর্ণময় ছবিতে সারাবিশ্বের নানা প্রান্তের মানুষ ও প্রকৃতির দৃশ্যচিত্র উঠে এসেছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে শুক্রবার থেকে শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি ও ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকার নির্বাচিত আলোকচিত্রীদের ছবি প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। ‘পিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী’ শিরোনামের এ আয়োজন শেষ হবে ২৫ আগস্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৈয়দ সাখাওয়াত কামাল। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
×