ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসরাইলের কাছে জবাব চান!

প্রকাশিত: ১০:৩৩, ২৪ আগস্ট ২০১৯

 ইসরাইলের কাছে জবাব চান!

ফিলিস্তিনী শিশু আবদেল রহমান (৯) হাসপাতালের বিছানায় শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ করা। এক মাসের বেশি সময় ধরে সে হাসপাতালে। এখনও কথা বলছে না। বিছানার পাশে উদ্বিগ্ন মুখে বাবা বসে আছেন। ছেলের দিকে তাকালে তার বুকের ভেতর হু হু করে ওঠে। ইসরাইলী সেনাদের গুলিতে তার ছেলে আজ সঙ্কটাপন্ন অবস্থায়। ছেলে বেঁচে আছে, তবে পুরোপুরি সুস্থ হবে কিনা, তা নিয়ে চিকিৎসকেরা নিশ্চিত কিছু জানাননি। অনিশ্চয়তার ছাপ তার চেহারায়। তার একটাই প্রশ্ন, ছোট্ট ছেলেটি কি দোষ করেছিল? তিনি এর জবাব চান ইসরাইলের কাছেই। গত ১২ জুলাই পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কুফর কাদ্দাম এলাকায় ফিলিস্তিনী বিক্ষোভকারী ও ইসরাইলী বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় শিশুটি গুলিবিদ্ধ হয়। ইসরাইলী সেনার গুলি লাগে আবদেলের মাথায়। অভিযোগ উঠেছে, শিশুটিকে লক্ষ্য করেই গুলি করা হয়েছে। দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সংঘর্ষের সময় শিশুটি ঘটনাস্থলের কাছাকাছি ছিল না। আবদেলের পরিবার এ ঘটনার শুরু থেকেই পূর্ণ তদন্তের দাবি জানিয়ে আসছে। পরিবারটির এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাতিসংঘের দূত নিকোলায় ম্লাদেনভ। নাম প্রকাশ না করার শর্তে এক ইসরাইলী সেনা কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। তবে তার দাবি, শিশুটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি। ফিলিস্তিনীদের সঙ্গে সংঘর্ষের সময় বরাবরের মতো সেদিনও রাবার বুলেট ছুড়েছে সেনারা। প্রাণঘাতী কোন গুলি ছোড়া হয়নি। শিশুটি রাবার বুলেটে আহত হয়ে থাকতে পারে। -এএফপি
×