ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় অপহৃত গাড়ি চালক ৫ দিন পর মাদারীপুরে উদ্ধার

প্রকাশিত: ১০:৪৬, ২৪ আগস্ট ২০১৯

 ঢাকায় অপহৃত গাড়ি চালক ৫ দিন পর মাদারীপুরে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ওদের টার্গেট নতুন গাড়ি। তাই নতুন গাড়ির মালিক কিংবা চালককে টার্গেট করা ছিল ওদের কাজের প্রথম ধাপ। এরপর ওরাই সুকৌশলে গাড়িটি ভাড়া নিয়ে যাত্রীবেশে উঠে গাড়ি অপহরণ করত। গাড়ি ও ভুক্তভোগীকে রাখত জিম্মি করে। এরপর পরিবারের সদস্যদের কাছে ফোন দিয়ে ভুক্তভোগীর কান্না শুনিয়ে মুক্তিপণ আদায় করত তারা। সম্প্রতি রাজধানীর মিরপুর থেকে প্রাইভেটকারসহ অপহৃত মোঃ এনায়েত উল্লাহ (৩২) নামে এক ভুক্তভোগীকে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে মাদারীপুর জেলার শিবচর থানাধীন দুর্গম চরের কাশবন থেকে উদ্ধার করে। এর সঙ্গে জড়িত অপহরণকারী চক্রের চার সদস্যকে আটকের পর এসব তথ্য জানিয়েছে র‌্যাব। আটকরা হলেন, শাহজালাল (৩২), মোঃ ফয়সাল (২২), জয়নাল হাজারী (৩০) ও রাকিব (২২)। অপহরণকারীদের যত কৌশল ॥ রাজধানীর আশপাশে এলাকার বাস স্টেশন থেকে যাত্রীবেশে তাদের গন্তব্য স্থানে যাওয়ার কথা বলে মাইক্রো বা প্রাইভেটকার ভাড়া করে অপহরণকারী চক্রের সদস্যরা। তারা গাড়ির মূল্য, ভুক্তভোগীর বয়স ও আর্থিক অবস্থা সংক্রান্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাদের অপহরণের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে। গাড়িতে ওঠার পর গাড়ি চলা অবস্থায় ভুক্তভোগীকে অজ্ঞান করে অথবা হাত-পা ও মুখ বেঁধে অথবা অত্যন্ত সুকৌশলে তাদের পরিকল্পিত এলাকায় নিয়ে জিম্মি করে সব হাতিয়ে নেয় অপহরণকারীরা।
×