ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে ভবন থেকে পড়ে বিদ্যুত মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১০:৪৬, ২৪ আগস্ট ২০১৯

 রাজধানীতে ভবন থেকে পড়ে বিদ্যুত মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয়তলা থেকে পড়ে সাগর (৩০) নামে এক বিদ্যুত মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার ৬ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ বলেন, সকাল ৯টার দিকে ৯৯৯ এর একটি কলের মাধ্যমে আমরা জানতে পারি, চন্দ্রিমা হাউজিংয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে একজন শ্রমিক পড়ে গেছেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তিনি কাজ করতে গিয়ে পড়ে গেছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু ॥ রাজধানীর কদমতলী ধোলাইপাড় বাজারে বিদ্যুতস্পৃষ্টে ভাগ্যকুল বিক্রমপুর মিষ্টান্ন ভা-ারের ওলিউল ইসলাম (১৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। পটুয়াখালীর দশমিনা উপজেলার জালাল মুন্সীর ছেলে ওলিউল। তিনি ধোলাইপাড় শেখপাড়ায় থাকতেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ॥ রামপুরা ব্রিজ এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় আব্দুল কাদের (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি পেশায় হাইকোর্টের গাড়িচালক ছিলেন। শুক্রবার বেলা সোয়া ১১টার সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের ছেলে শিক্ষানবিস পুলিশ কর্মকর্তা (এসআই) আসাদ বিন আব্দুল কাদের সাংবাদিকদের জানান, তাদের বাড়ি ঢাকার দোহার এলাকায়। বর্তমানে তারা মেরুল বাড্ডা আনন্দনগর এলাকায় থাকেন। তার বাবা হাইকোর্টের গাড়িচালক ছিলেন।
×