ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের ব্যাটিং কোচ হচ্ছেন বিক্রম রাঠোর

প্রকাশিত: ১১:৫৫, ২৪ আগস্ট ২০১৯

 ভারতের ব্যাটিং কোচ হচ্ছেন বিক্রম রাঠোর

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বহাল তবিয়তে আছেন রবি শাস্ত্রী। মূলত অধিনায়ক বিরাট কোহলিসহ ক্রিকেটারদের পছন্দের কারণেই তিনি এ পদে টিকে গেছেন। কিন্তু শাস্ত্রী চাইলেও তার কোচিং স্টাফদের নিয়ে কিছু বলেননি ক্রিকেটাররা। তাই শাস্ত্রীর কোচিং স্টাফে পরিবর্তন আনছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বর্তমান ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের জায়গায় দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন বিক্রম রাঠোর। এক সপ্তাহ আগে (গত ১৬ আগস্ট) বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) শাস্ত্রীকে কোচ হিসেবে বহাল রাখেন। কপিল দেব, অংশুমান গাইকোয়াড় ও শান্তা রাঙ্গাস্বামীকে নিয়ে গঠিত সিএসি এখন শাস্ত্রীর সহকারী কোচদের নিয়োগে কাজ চালিয়ে যাচ্ছে। তবে সহকারী কোচ নিয়োগের ক্ষেত্রে মান্নভা প্রসাদের নেতৃত্বে একটি নির্বাচন প্যানেল গঠন করা হয়েছে। তারাই এ প্রক্রিয়া চালাচ্ছেন। শাস্ত্রী অবশ্য পুরনো কোচিং স্টাফদের নিয়েই কাজ করে যেতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তার কথার দিকে পুরোপুরি মনোযোগ নেই নির্বাচন প্যানেলের। কারণ তারা ব্যাটিং কোচ বাঙ্গারকে ছেঁটে ফেলার জন্য কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে তাই নতুন ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোরকে দেখা যেতে পারে। ব্যাটিং কোচ হিসেবে নির্বাচক প্যানেলের ক্রম অনুযায়ী পছন্দের শীর্ষে রয়েছেন সাবেক ব্যাটসম্যান ও নির্বাচক রাঠোর। পুরনো কোচ বাঙ্গারও আছেন তাদের তালিকায়। তবে তিনি রাঠোরের পরে। ব্যাটিং কোচ হিসেবে দ্বিতীয় পছন্দ হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশকে। হেড কোচের মতো সহকারী নিয়োগের বেলাতেও মানা হচ্ছে পছন্দের ক্রম। প্রধান কোচ হওয়াতে অবশ্য শাস্ত্রীর পছন্দ-অপছন্দের দিকেও লক্ষ্য রাখতে হবে সিএসসি ও নির্বাচন প্যানেলকে। তাই বাঙ্গারকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে হলে অবশ্যই শাস্ত্রীকে রাজি করাতে হবে। শাস্ত্রীকে মানাতে কাজ করবেন বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জোহরি। সাপোর্ট স্টাফদের মেয়াদ হবে দুই বছরের মতো। তারা দায়িত্বে থাকবেন ২০২১ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত। অবশ্য বাকি দুই বিভাগে পুরনো কর্মীদের নিশ্চিতভাবেই পাচ্ছেন ভারতের হেড কোচ শাস্ত্রী। বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ হিসেবে আর, শ্রীধরকে শীর্ষে রেখেছেন কোচ বাছাইয়ের নির্বাচক প্যানেল। বোলিং কোচ হওয়ার তালিকায় এছাড়া আছেন পরস হামব্রে ও ভেঙ্কটেশ প্রসাদ এবং ফিল্ডিং কোচ হিসেবে তালিকায় আছেন অভয় শর্মা ও টি দিলীপ।
×