ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিরতি ৬৮ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৪ হাজার ৭৩৫ হাজী

প্রকাশিত: ১২:৪৩, ২৪ আগস্ট ২০১৯

ফিরতি ৬৮ ফ্লাইটে  দেশে ফিরেছেন ২৪ হাজার ৭৩৫  হাজী

জনকণ্ঠ ডেস্ক ॥ হজ পালন শেষে ফিরতি ৬৮ হজ ফ্লাইটে ২৪ হাজার ৭৩৫ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ২৯ ও সৌদি এয়ার লাইন্সের ৩৯ বিমানে এসব হাজী দেশে প্রত্যাবর্তন করেন বলে হজ অফিস সূত্রে জানানো হয়। খবর বাসসর। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারের মোট ৩৬৫ ফ্লাইটে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ যাত্রী হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। এ বছর সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যান। এছাড়া হজ ব্যবস্থাপনার জন্য গেছেন ২২৭ জন সদস্য। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলতি বছর গত ১০ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ২২ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৪ নারীসহ ৯৬ হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৮৫, মদিনায় ১০ ও জেদ্দায় একজন হজ যাত্রীর ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।
×