ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানকে এনপিটি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা থেকে পিছু হটল আমেরিকা

প্রকাশিত: ০০:৩৬, ২৪ আগস্ট ২০১৯

ইরানকে এনপিটি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা থেকে পিছু হটল আমেরিকা

অনলাইন ডেস্ক ॥ ইরানকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করার প্রচেষ্টা থেকে পিছু হটেছে আমেরিকা। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার এবিসি নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসে পাঠানোর জন্য তার বার্ষিক প্রতিবেদনের খসড়ায় ইরানকে অভিযুক্ত করে কঠোর কিছু ধারা সংযোজন করলেও পরে তাতে ব্যাপক পরিবর্তন এনেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক দপ্তর প্রতি বছর এ প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনের খসড়ায় বলা হয়েছিল, ১৯৭০ সালে এনপিটি চুক্তিতে স্বাক্ষরকারী ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনার মাধ্যমে এই চুক্তির ২ ও ৩ নম্বর ধারা লঙ্ঘন করেছে। কিন্তু এ বিষয়টিতে মিথ্যাচারের পরিমাণ এত বেশি যে, খোদ মার্কিন কর্মকর্তারা এর কঠোর বিরোধিতা করেন। এ নিয়ে মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক বাদানুবাদ হয় এবং শেষ পর্যন্ত হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ নজিরবিহীনভাবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে। এবিসি নিউজ আরো জানায়, শেষ পর্যন্ত কংগ্রেসে পাঠানোর জন্য যে চূড়ান্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে তাতে ইরানের পক্ষ থেকে এনপিটির ‘সম্ভাব্য লঙ্ঘনের’ ব্যাপারে পরোক্ষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আর এই উদ্বেগ প্রকাশের জন্য ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে উত্থাপিত প্রমাণ অযোগ্য কিছু দলিল সংযোজন করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচিকে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা যে সফল হবে না তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র ১৫টি ত্রৈমাসিক প্রতিবেদন থেকেই ওয়াশিংটন উপলব্ধি করেছে। আইএইএ ওইসব প্রতিবেদনে বলেছে, ইরান গত চার বছর ধরে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে এবং দেশটির পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হচ্ছে।
×