ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপাহারে কৃষকের ৩৫০টি আম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন

প্রকাশিত: ০৫:৩৬, ২৪ আগস্ট ২০১৯

সাপাহারে কৃষকের ৩৫০টি আম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে বিবাদমান সম্পত্তিতে লাগানো এক কৃষকের বাগানের প্রায় ৩৫০টি আম গাছ কেটে বিপুল পরিমান ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের শিমুলডাঙ্গা গ্রামের কৃষক রফিক দিং ক্রয় সুত্রে প্রাপ্ত হয়ে গ্রামের পার্শ্বে প্রায় ৫০ শতক জমি দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে ভোগদখল করে আসছিলেন। বিগত প্রায় ৪ বছর পুর্বে ওই সম্পত্তি একই গ্রামের সিদ্দিকুুর রহমান তাদের নিকট হতে ইজারা নিয়ে সেখানে উন্নত জাতের আম গাছ লাগিয়ে বাগান তৈরী করেন। হঠাৎ কিছু দিন পূর্ব হতে একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ও এমরান আলী উক্ত সম্পত্তি তাদের বলে দাবী করে ওই সম্পত্তি জবর দখলের চেষ্টা করে। এর পর উক্ত সম্পত্তির বিষয় নিয়ে উভয় পক্ষের মধে স্থানীয় ভাবে বেশ কয়েকবার আপোষ মিমাংসার জন্য দেন দরবার বসে। কিন্তু তাতে কোন ধরণের সমাধান না হওয়ায় সাইফুল ইসলাম ও এমরান আলীর গ্রুপের মধ্যে এক চাপা ক্ষোভ বিরাজ করছিল। সেই চাপা ক্ষোভের জেরে শুক্রবার দিনগত রাতে প্রতিপক্ষ সাইফুল ইসলাম ও এমরান আলীর লোকজন বাগানে প্রবেশ করে প্রায় ৪ বছর বয়সের ৩৫০টি আম গাছ কেটে ফেলে। ফল দানকারী এধরনের বিপুল পরিমান আমগাছ কেটে ফেলায় লিজগ্রহণকারী ও জমির মালিক উভয়ের কয়েক লাখ টাকার সম্পদ ক্ষতি সাধন হয়েছে বলে লিজ মালিক ও জমির মালিক জানিয়েছেন। এ বিষয়ে প্রতিপক্ষের সাইফুল ইসলামকে ফোনে পাওয়া না গেলে এমরান আলী জানান, ওই সম্পত্তি তারা একই দাতার নিকট থেকে রফিক গং এর পুর্বে ক্রয় করেছেন। তারা গায়ের জোরে এতদিন ধরে ভোগদখল করলেও প্রায় সময় আমরা ও আমাদের লোকজন ওই সম্পত্ত দখলের চেষ্টা করে আসি। আইনগত সম্পত্তি আমাদের হওয়া সত্বেও বার বার তাগাদা দিলে তারা জমির দখল না ছাড়ায় আম বাগান কেটে ফেলে সম্পত্তির দখলে নিয়েছি বলে জানান । এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই নিউটন সাংবাদিকদের জানান, এ পর্যন্ত কোন পক্ষের কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
×