ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদাকে মুক্ত করতে আন্দোলনের দানা বাধছে ॥ সেলিমা

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ আগস্ট ২০১৯

খালেদাকে মুক্ত করতে আন্দোলনের দানা বাধছে ॥ সেলিমা

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মুক্তি না দিলে রাজপথে দুর্বার আন্দোলন হবে। তাঁকে মুক্ত করতে দেশব্যাপী আন্দোলনের দানা বাধছে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিমা রহমান বলেন, দেশে এখন বিচার বলতে কোনো কিছু নেই। আমরা দেখছি খালেদা জিয়ার মামলা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হচ্ছে না। কারণ, বিচার বিভাগ সরকারের হাতে বন্দী। বিচারকদের জামিন দেয়ার কোনো স্বাধীনতা নেই। বিভিন্ন মামলায় জড়িয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী আদালতে দৌড়াচ্ছে। তাদের মামলায় জামিন না দিয়ে আটকে রাখছে। সেলিমা রহমান বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি-নির্যাতন করছে। এ অবস্থায় আমাদের কি করতে হবে? আমাদের একটি কথাই মনে রাখতে হবে খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলে গিয়েছিলেন, তোমরা ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন কর, যে আন্দোলনের মধ্য দিয়ে সারাদেশের মানুষ জাগরিত হয়। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মহিলা দলের সাবেক সভাপতি নূরে আরা সাফা, বর্তমান সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
×