ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক রেফারি ইন্সট্রাক্টর সেমিনারে তৈয়ব হাসান

প্রকাশিত: ০৮:৪৭, ২৪ আগস্ট ২০১৯

আন্তর্জাতিক রেফারি ইন্সট্রাক্টর সেমিনারে তৈয়ব হাসান

স্পোর্টস রিপোর্টার ॥ ২৬-৩১ আগস্ট পর্যন্ত ফিফার আয়োজনে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক রেফারি ইন্সট্রাক্টর সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে যোগ দিতে শনিবার ঢাকা ছেড়েছেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান। সফরকালে এই সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসোব ভাষণ দেবেন তিনি। এছাড়াও তার সঙ্গে কোরিয়া গেছেন রেফারি ইন্সট্রাক্টর আজাদ রহমান ও রেফারি ফিটনেস ইন্সট্রাক্টর সুজিত ব্যানার্জী। তৈয়ব হাসান ফিফা রেফারি হিসেবে প্রথম ম্যাচ পরিচালনা করেন ১৯৯৯ সালে। এরপরই ফিফার এলিট প্যানেলে যুক্ত হয়ে ফিফা আয়োজিত বিশ্বকাপ কোয়ালিফায়িং, অলিম্পিক কোয়ালিফায়িং, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, বিভিন্ন রাউন্ড টুর্নামেন্টসহ শতাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় তিনি এশিয়ার প্রায় সব দেশে শতাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। রেফারিংয়ে বিশেষ কৃতিত্বের জন্য তিনিই একমাত্র বাংলাদেশী হিসেবে প্রথম এএফসি, বাফুফে, সাতক্ষীরা জেলা জন সমিতি, সোনালী অতীত ক্লাব, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, বাংলাদেশ স্পোটস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান কর্তৃক সেরা রেফারির সম্মাননা পেয়েছেন। এএফসির তৎকালীন প্রেসিডেন্টও তাকে সম্মাননা প্রদান করেছিলেন।
×