ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক কার রেসিংয়ে অভিকের আরেকটি সাফল্য

প্রকাশিত: ০৮:৫৩, ২৪ আগস্ট ২০১৯

আন্তর্জাতিক কার রেসিংয়ে অভিকের আরেকটি সাফল্য

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরের জুনে অভিক আনোয়ার বাংলাদেশের জন্য বয়ে এনেছিলেন প্রথম ও ঐতিআসিক এক সাফল্য। ভারতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান টুরিং কার ন্যাশনাল চ্যম্পিয়নশিপ’-এ সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন (লাভ করেন উইনিং ট্রফি ও ৫০ হাজার ভারতীয় রুপি)। এটাই তার প্রথম আন্তর্জাতিক সাফল্য। সেই সঙ্গে বাংলাদেশেরও। এবার তিনি আন্তর্জাতিক কার রেসিংয়ে পেলেন আরেকটি সাফল্য। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত সেদেশের জাতীয় মোটরস্পোর্ট ইভেন্ট ‘ভোক্সওয়াগন এমিও কাপ’-এ তৃতীয় স্থান অধিকার করেন অভিক। কাল রবিবার অভিক অংশ নেবেন আরেকটি রেসে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান ট্র্যাক রেসে খেলবেন তিনি। এজন্য তিনি দৈনিক জনকন্ঠের মাধমে নিজের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই প্রতিভাবান রেসার বাংলাদেশে অনুষ্ঠিত একমাত্র মোটর স্পোর্টস প্রতিযোগিতা ‘র্যা লি ক্রস’-এ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে হ্যাটট্রিক বিজয় অর্জন করেন। মুন্সীগঞ্জের বিক্রমপুরের ছেলে, বর্তমানে ঢাকার বনানী নিবাসী ও গাড়ি ব্যবসায়ী অভিক কানাডার টরন্টো ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
×