ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হংকংয়ে বিক্ষোভকারীদের পেট্রল বোমা, পুলিশের কাঁদুনে গ্যাস

প্রকাশিত: ১০:০৫, ২৪ আগস্ট ২০১৯

হংকংয়ে বিক্ষোভকারীদের পেট্রল বোমা, পুলিশের কাঁদুনে গ্যাস

অনলাইন ডেস্ক ॥ হংকংয়ের সরকার বিরোধী বিক্ষোভকারীদের কিছু অংশ পুলিশের দিকে পেট্রল বোমা ও ইট নিক্ষেপ করার পর তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করেছে। শনিবার হংকংয়ের কাউলুন উপদ্বীপের পূর্বে ঘনবসতিপূর্ণ কয়ুন টং শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ দিন কয়ুন টংয়ের চারটি এমআরটি সাবওয়ে স্টেশনের সবগুলো বন্ধ ছিল। কিন্তু তারপরও কয়েক হাজার লোক রাস্তাগুলোতে এসে জড়ো হয়েছিল, রোদের হাত থেকে বাঁচতে তাদের অধিকাংশজনই সঙ্গে ছাতি নিয়ে এসেছিলেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে মলোটোভ ককটেল ও ইট ছুড়ে মারে এবং অন্যরা নজরদারি ক্যামেরা বসানো ‘স্মার্ট’ ল্যাম্পপোস্টগুলো ভেঙে ফেলে। এরপরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে। আরেকদল বিক্ষোভকারী বাঁশ দিয়ে কাঠামো তৈরি করে রাস্তার ওপর অবরোধ বসায়। টানা শান্তিপূর্ণ বিক্ষোভ চলার ১০ দিন পর এই প্রথম পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করলো। তবে তাৎক্ষণিকভাবে কারো আহত হওয়ার কোনো খবর হয়নি। “আমাকে গণতন্ত্র দাও অথবা মৃত্যু দাও,” একটি দেয়ালে স্প্রে-রঙ দিয়ে লেখা ছিল; চীনের মূলভূখণ্ডে হস্তান্তরের সুযোগ রাখা একটি প্রস্তাবিত আইন প্রত্যাহারের দাবী কীভাবে বিস্তৃত হয়ে আরও বড় দাবীতে পরিণত হয়েছে এটি যেন তারই চিত্র। এক বিবৃতিতে হংকং সরকার বলেছে, ওই জায়গায় থাকা ‘প্রত্যেকের জন্য’ বিক্ষোভকারীরা ‘গুরুতর হুমকি’ হয়ে উঠেছিল। “বিক্ষোভাকারীদের বারবার সতর্ক করা হলেও তা বিফলে যায়, এরপরই তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা কাঁদুনে গ্যাস ও সর্বনিম্ন বল প্রয়োগ করে,” বলেছে তারা। হংকং বিমানবন্দরমুখি সড়ক ও রেল যোগাযোগে বিক্ষোভকারীরা বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে নামলেও তাতে সফল হয়নি, ওই সব পথে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে রয়টার্স।
×