ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সমবায়মন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার

প্রকাশিত: ১১:০১, ২৫ আগস্ট ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৪ আগস্ট ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় দায়বদ্ধদের অপমান-অপদস্থ না করে বরং জীবন বিপন্নকারী এই সমস্যা সমাধানের জন্য কাজ করার সুযোগ দিতে হবে। আর সকলে একত্রিত হয়ে কাজ করলে যে কোন সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন করাই উত্তম। সরকার এ ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাও এই সমস্যা সমাধানে কাজ করছে। তিনি আরও বলেন, সারাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। এরই আলোকে হবিগঞ্জের মানুষের কল্যাণে সড়ক, জলাবদ্ধতা নিরসনসহ নানা উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেয়া হবে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় অবদান রাখার জন্য আমাকে কোন সম্মাননা দেয়া হয়নি। রাজধানীর এফডিসিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ডেঙ্গু বিষয়ক’ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও পরাজিত দলকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ সময় প্রথাগতভাবেই আমাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
×