ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহাকাশে অপরাধের প্রথম অভিযোগ তদন্ত করবে নাসা

প্রকাশিত: ১১:০১, ২৫ আগস্ট ২০১৯

মহাকাশে অপরাধের প্রথম অভিযোগ তদন্ত করবে নাসা

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এক নারী নভোচারী তার সাবেক স্বামীর ব্যাংক এ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ওই অভিযোগ তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে। সম্ভবত মহাকাশ থেকে অপরাধ ঘটানোর এটাই প্রথম ঘটনা। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের। এ্যান ম্যাকক্লাইন মহাকাশ স্টেশনে বসে তার সাবেক স্বামীর ব্যাংক এ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, তিনি অন্যায় কিছু করেননি। তার সাবেক স্বামী সামার ওর্ডেন ‘ফেডারেল ট্রেড কমিশনের’ কাছে ম্যাকক্লাইনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে শনিবার জানানো হয়। বিমানবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ওর্ডেন ও ম্যাকক্লাইন ২০১৪ সালে বিয়ে করেন। চার বছর পর ২০১৮ সালে ম্যাকক্লাইন বিচ্ছেদের আবেদন করেন। তিনি বর্তমানে মহাকাশে রয়েছেন। ম্যাকক্লাইন তার আইনজীবীর মাধ্যমে জানান, তিনি শুধু তার পরিবারের আর্থিক অবস্থার খবর জানতে চেয়েছিলেন। তাদের একমাত্র ছেলের বেড়ে ওঠা, তার যতœ এবং বিল ঠিকঠাকভাবে পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তিনি শুধু সেটা দেখতে চেয়েছিলেন। তিনি অত্যন্ত জোরালো গলায় অন্যায় কিছু না করার দাবি করেছেন। নাসার মহাপরিদর্শকের কার্যালয়ের তদন্ত কর্মকর্তারা উভয়ের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানায় নিউইয়র্ক টাইমস।
×