ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রকাশিত: ১২:০৬, ২৫ আগস্ট ২০১৯

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

মোদিকে সর্বোচ্চ অসামরিক সম্মান দিল আমিরাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ অসামরিক সম্মান দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তিনি কিছুদিন আগে তিনটি দেশ সফরে গিয়েছেন। মোদি ফ্রান্স থেকে শুক্রবার তিনি পৌঁছেন আমিরাতে। এরপর যাবেন বাহরাইনে। আমিরাতে মোদি যে সম্মান পাবেন, তার নাম ‘অর্ডার অব জায়েদ’। শেখ জায়েদ বিন সুলতান অল নাহিনের নামে ওই সম্মান দেয়া হয়। তিনি দেশটির প্রতিষ্ঠাতা। তার জন্ম শতবর্ষেই মোদিকে অর্ডার অব জায়েদ সম্মান দেয়া হচ্ছে। -এনডিটিভি ইরাকের অস্ত্রাগারে ইসরাইলের হামলা ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনীর ঘাঁটিগুলোতে সম্প্রতি একাধিক হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ায় অস্ত্র সরবরাহের কাজে এসব অস্ত্রাগার ব্যবহৃত হয় বলে অভিযোগ তুলে তেল আবিব এসব হামলা চালায়। দু’জন পদস্থ মার্কিন কর্মকর্তা দৈনিকটিকে জানিয়েছেন, ইরাকে দু’টি অস্ত্রের গুদামে এ হামলা চালানো হয়েছে। ইরাকের সরকার-পন্থী ‘হাশাদ আশ-শাবি’ বাহিনীর ঘাঁটিগুলোতে গতমাসে অজ্ঞাত উৎস থেকে ধারাবাহিক হামলা হওয়ার পর মার্কিন দৈনিকটি এ খবর দিল। -নিউইয়র্ক টাইমস ‘হুয়াওয়ে প্রধানকে আটক রেখে সুবিধা নিচ্ছি না’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধে দরকষাকষির এক মাধ্যম হিসেবে কানাডায় হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তাকে আটক করার বিষয়টি অস্বীকার করেছেন। নির্বাহী কর্মকর্তা মেং ওয়েনঝুকে (৪৭) যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডায় ডিসেম্বরে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘন-সম্পৃক্ত প্রতারণার অভিযোগে বিচারের জন্য ওয়েনঝুয়ের প্রত্যর্পণ চেয়েছে। তার আইনজীবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে যুক্তি দেখাল যে, এ গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ মামলার কারণে চীন, কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। মেং ওয়েনঝুকে বর্তমানে কানাডার ভ্যাঙ্কুভারে গৃহ-অন্তরীণ রাখা হয়েছে। -ওয়েবসাইট
×