ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভ্যাট আইন চালুর প্রথম মাসেই রাজস্ব আয়ে ধাক্কা

প্রকাশিত: ১২:১১, ২৫ আগস্ট ২০১৯

ভ্যাট আইন চালুর প্রথম মাসেই রাজস্ব আয়ে ধাক্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ভ্যাট আইন চালুর প্রথম মাসেই রাজস্ব আয়ে ধাক্কা খেলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন অর্থবছরের প্রথম মাসেই গেল বছরের একই সময়ের চেয়ে রাজস্ব আদায় ৩ দশমিক ৩৯ শতাংশ কমেছে। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে প্রায় ২৫ শতাংশ। এনবিআর চেয়ারম্যানের দাবি, এ ঘাটতি সাময়িক। আদায় জোরদার করতে ব্যাপক কার্যক্রম নেয়া হয়েছে। অচিরেই ফিরবে ইতিবাচক ধারা। বিশ্লেষকরদের মতে, রাজস্ব আদায়ে বাড়াতে হবে কর্মকর্তাদের দক্ষতা। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর আয় ৩ লাখ ২৫ হাজার ৬শ’, এনবিআর বহির্ভূত রাজস্ব ১৪ হাজার ৫শ’ কোটি। আর কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৭ হাজার ৭১০ কোটি টাকা। এত বড় আদায় পরিকল্পনার প্রথম মাসেই ধাক্কা খেলো জাতীয় রাজস্ব বোর্ড। আমদানি ও রফতানি পর্যায়ের রাজস্ব, স্থানীয় পর্যায়ের মূসক ও আয়কর ও ভ্রমণ কর থেকে জুলাই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৪৫ কোটি টাকা। আদায় করা গেছে ১৩ হাজার ২৪৭ কোটি। গত বছরে এ সময়ে যা ছিল ১৩ হাজার ৭১২ কোটি টাকা। শতাংশের হিসেবে যা কমেছে ৩ দশমিক ৩৯ শতাংশ। বিষয়টি এক প্রকার স্বীকার করে নিলেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানালেন, নতুন ভ্যাট আইনের পুরোপুরি প্রয়োগ এখনও শুরু না হওয়ায় কিছুটা সাময়িক জটিলতা সৃষ্টি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের যথাযথ পদক্ষেপ ধীরে ধীরে বদলে দিবে এ পরিস্থিতি। বিশ্লেষকরাও বিষয়টি স্বীকার করছেন। তারা বলছেন, সাময়িক এ অস্বস্তি কেটে যাবে। এনবিআরের সময়োচিত পদক্ষেপ ঋণাতœক ধারাকে কাটিয়ে নিবে। অবশ্য ব্যবসায়ীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মদক্ষতা ও প্রশাসনিক জটিলতা নিরসনে উদ্যোমী হতে হবে। সবকিছু ঠিক থাকলে রাজস্ব আদায় পরিস্থিতি গতবছরকেও ছাড়িয়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
×