ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ডিএসইতে লেনদেন কমেছে ২.৭৯ শতাংশ

প্রকাশিত: ১২:১৮, ২৫ আগস্ট ২০১৯

ডিএসইতে লেনদেন কমেছে ২.৭৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ২ দশমিক ৭৯ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ২ হাজার ৩০৩ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ২৮৯ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৩৬৯ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ৭০৩ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৬ কোটি ১৩ লাখ ৯ হাজার ৪১৪ টাকা এবং গড়ে লেনদেন কমেছে ১৩ কোটি ২২ লাখ ৬১ হাজার ৮৮৩ টাকা। গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ৪৫৮ টাকা এবং তার আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৩৪১ টাকা। গেল সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮০ দশমিক ৭২ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৮৫৯ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ২৮৯ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯১৩ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৭০৩ টাকা। লেনদেনে গেল সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহণ ছিল ১১ দশমিক ১৭ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ২৫৭ কোটি ১৯ লাখ ৪৫ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২৪৯ কোটি ৬ লাখ ১৯ হাজার টাকা। সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহণ ছিল ৭ দশমিক ৬ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ১৬২ কোটি ৬৬ লাখ ৩১ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৯০ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেল সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ১ দশমিক ৫ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ২১ লাখ ৯৭ হাজার টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ১৬ কোটি ২৭ লাখ ৮ হাজার টাকা। এদিকে, গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আলোচ্য সময়ে ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২১২টি, কমেছে ১৩০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।
×