ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃণমূলের দুর্নীতি প্রতিরোধে কাজ করার নির্দেশ

প্রকাশিত: ১২:২১, ২৫ আগস্ট ২০১৯

তৃণমূলের দুর্নীতি প্রতিরোধে কাজ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ তৃণমূলের দুর্নীতি প্রতিরোধ করতে স্থানীয় ও জেলা প্রশাসনসহ অন্য বিভাগ বা সংস্থার সহযোগিতা নিয়ে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একইসঙ্গে দুর্নীতিবিরোধী চলমান কার্যক্রম থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি প্রতিরোধে স্থানীয় জেলা প্রশাসনসহ অন্য বিভাগ বা সংস্থার সহযোগিতার প্রয়োজন হলে তাদের সহযোগিতা নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুদকের প্রতিরোধমূলক কার্যক্রম হবে অন্তর্ভুক্তিমূলক। দুদক নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষের প্লাটফর্ম হিসেবে কাজ করবে। সবাই একই ছাতার ছায়ায় থেকে তৃণমূল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম ছড়িয়ে দেবেন। ইকবাল মাহমুদ বলেন, দুদক কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হচ্ছে যাতে তাদের কর্মস্পৃহা আরও বিকশিত হয় এবং নতুন উদ্যমে দুর্নীতি প্রতিরোধে নিজেদের দৃঢ়ভাবে আত্মনিয়োগ করে। কারণ দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম থেকে পিছিয়ে আসার কোন সুযোগ নেই। এক্ষেত্রে কর্মকর্তারাই মুখ্য ভূমিকা পালন করবেন। তাই মাঠপর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি প্রতিরোধে নিবিড়ভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি বলেন, দুদকের প্রতিরোধ অনুবিভাগের কার্যক্রম পরিচালনার জন্য একটি টাইম-বাউন্ড কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
×