ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিপদসীমার কাছাকাছি পানি

রাজশাহীতে ফুলেফেঁপে উঠেছে পদ্মা

প্রকাশিত: ১২:২৪, ২৫ আগস্ট ২০১৯

রাজশাহীতে ফুলেফেঁপে উঠেছে পদ্মা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বর্ষা পেরিয়ে শরতের শুরুতে এসে রাজশাহীতে পদ্মা নদীর পানি প্রবাহ বাড়ছেই। উজান থেকে ধেয়ে আসা ঢলে ফুলে ফেঁপে উঠছে পদ্মা। প্রতিনিয়তই বাড়ছে পানি। শনিবার বেলা ৩টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪৮ মিটার। এর আগে শুক্রবার সন্ধ্যায় ছিল ১৬ দশমিক ২৯ মিটার। রাজশাহীতে পদ্মার বিপদসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। অর্থাৎ বর্তমানে বিপদসীমার মাত্র ২ দশমিক ০২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, গত ২১ আগস্ট বিকেল ৩টায় রাজশাহীর পদ্মা নদীতে পানির উচ্চতা মাপা হয়েছিল ১৫ দশমিক ৫২ মিটার। এর আগে ২০ আগস্ট ছিল ১৫ দশমিক ২৫ মিটার। ফলে ২৪ ঘণ্টায় পানি বেড়েছিল শূন্য দশমিক ২৭ মিটার। এরপর থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৪ সেন্টিমিটার করে পানি বাড়ছে পদ্মায়। শনিবার সন্ধ্যা ৬টায় রাজশাহীতে পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৯ মিটার। আর শনিবার বিপদসীমার মাত্র ২ দশমিক ০২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা। উজান থেকে নেমে আসা ঢল ও বিলম্বিত বৃষ্টিপাত অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত পানি বাড়তেই থাকবে বলে মন্তব্য করেন তিনি। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বলেন, রাজশাহীতে পদ্মার বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার। আর শহররক্ষা বাঁধের উচ্চতা ১৯ দশমিক ৬৭ মিটার। তাছাড়া মহানগরীর পশ্চিমাংশে বুলনপুর থেকে পবার সোনাইকান্দি পর্যন্ত ৫ কিলোমিটার বাঁধ সংরক্ষণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই পদ্মার পানি বাড়লেও বাঁধ নিয়ে মহানগরবাসীর এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করে নির্বাহী প্রকৌশলী।
×