ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ॥ আহত ৯

প্রকাশিত: ১২:২৬, ২৫ আগস্ট ২০১৯

শাহজাদপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ॥ আহত ৯

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৪ আগস্ট ॥ শাহজাদপুরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহত হয়েছে নয়জন। গ্রেফতার হয়েছে দু’জন। জানা গেছে, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ও তারাব আলী গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে দুই গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের নয়জন আহত হয়। আহতরা হলো চেয়ারম্যান মজিদ গ্রুপের ওসমান, শামসুল আলম, রহিমা বেগম , শরিফ ও সাইদুল । এর মধ্যে শামসুল আলমের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে তারাব আলী গ্রুপের আহতরা হলো হোসেন আলী, পালো আলী, গোলজার সরকার, কালু । আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিলেটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মরিচা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত আবদুস শহীদ (২৩) মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদিহী গ্রামের মৃত নানু মিয়ার ছেলে। পুুলিশ কর্মকর্তা জানান, ‘মরিচা এলাকার প্রবাসী আব্দুল করিমের বাড়িতে গভীর রাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এতে এক ডাকাত সদস্য নিহত হয়।
×