ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ

প্রকাশিত: ১২:২৬, ২৫ আগস্ট ২০১৯

নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ আগস্ট ॥ মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ ম-লের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন পরিষদের ৮ সদস্যসহ স্থানীয়রা। বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাত ও অসদাচরণের অভিযোগ এনে শনিবার সকাল ১০টার দিকে জোতবাজার চৌরাস্তার মোড়ে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক উজ্জল, আহসান আলী আছের, খোরশেদ আলম শিলাল, মোছাঃ মৌসুমী বেগম, তোফাজ্জল হোসেন, রাজু আহমেদ, মোসলেম আলী, নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আকবর হোসেন প্রমুখ। বক্তারা ভুয়া রেজুলেশনের মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাত, সম্মানীভাতার টাকা না দেয়ার হুমকি দিয়ে বিভিন্ন প্রকল্প কাজের বিল পাস করিয়ে নেয়াসহ চেয়ারম্যানের অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বক্তব্য দেন। এসব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা। সিরাজগঞ্জে চাচার হাতে আহত ভাতিজার মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচাও তার ছেলেদের হাতে আপন ভাতিজা কলেজ ছাত্র সোহেল তালুকদার (২২) শুক্রবার রাতে নিহত এবং ভাই মোতালেব তালুকদার আহত হয়েছে। মোতালেব তালুকদারকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল তালুকদার বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিবদমান বাড়ির জায়গা নিয়ে দুই ভাই মোতালেব তালুকদার ও মোহন তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহন তালকুদার তার ছেলে এবং ভাড়া করা সন্ত্রাসীরা মোতালেব তালুকদারের ওপর হামলা চালায়। তখন তার ছেলে সোহেল তালুকদার এগিয়ে এলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে চলে যায়। তখন উভয়কেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা বেগতিক দেখে সোহেলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। দিনাজপুরে যুবলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি ॥ আটক দুই স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চিরিরবন্দরে যুবলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি ও জমি দখলের মামলায় আসাদুজ্জামান ওরফে আশিকুর রহমান (৩০) ও শাকিল ইসলাম (২৬) দুইজনকে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে পথরোধ করে জখম ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক আসাদুজ্জামান ওরফে আশিকুর রহমান চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল এলাকার ওসমান আলীর ছেলে ও শাকিল থানাপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসাদুজ্জামান, শাকিলসহ বেশ কয়েকজন নিজেদের যুবলীগের নেতা পরিচয় দিয়ে বালু মহাল দখল, জমি দখল, বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। এরই প্রেক্ষিতে গত জুন মাসে উপজেলার আমতলী বাজারের মাস্টার ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনায় ওই ক্যাবলের স্বত্বাধিকারী মনিরুজ্জামান বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
×