ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচার দাবিতে বিক্ষোভ

স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ॥ খুনীদের ভয়ে এলাকা ছাড়া পরিবার

প্রকাশিত: ১২:২৮, ২৫ আগস্ট ২০১৯

স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ॥ খুনীদের ভয়ে এলাকা ছাড়া পরিবার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৪ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিসান হোসেন (১৬) নামের এক নবম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে ও আছাড় দিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার পর থেকেই খুনীদের ভয়ে নিহত জিসানের পরিবারের লোকজনসহ আত্মীয়স্বজন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। হত্যাকা-ের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে, পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে জিসানের খুনীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। এ সময় এলাকাবাসীও ওই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার দুপুরে গোলাকান্দাইল এলাকায় সন্ত্রাসীরা জিসান হোসেনকে পিটিয়ে ও আছরে গুরুতর আহত করলে শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত জিসান হোসেন ঢাকা জেলার সূত্রাপুর থানার ধোলাইখাল রাসাবাজার এলাকার গোপাল হোসেনের ছেলে। স্থানীয় পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র জিসান। জিসানের বাবা গোপাল হোসেন তার পরিবার নিয়ে রূপগঞ্জ উপজেলার কান্দাপাড়ায় প্রায় ১৫ বছর ধরে বসবাস করে আসছেন। বর্তমানে তারা পশ্চিম কান্দাপাড়ার মনোয়ার হোসেনের বাড়িতে বসবাস করছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ দিন আগে গোলাকান্দাইল মধ্যপাড়ার ছাত্রলীগের নামধারী নেতা সৌরভের ছোট ভাই সিয়ামসহ তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাগেরবাগ বউবাজার এলাকার মাসুদ রানাকে পিটিয়ে আহত করে। এসময় বউবাজার এলাকার বাদল নামের একজন প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। ওই সময় নাগেরবাগ বউবাজার এলাকার লোকজনও পাল্টা সিয়ামের দুই জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে নাগেরবাগ বউবাজার এলাকার হৃদয় হাসান শুভ স্কুলছাত্র জিসান হোসেনকে নিয়ে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় ক্রিকেট খেলা দেখতে যায়। নাগেরবাগ বউবাজার এলাকার হওয়ায় গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার সৌরভসহ তার ছোট ভাই সিয়াম, বিদুৎ, ইকরাম, শাওন, রোহান, আলামিন, নিরব, আরমান, ইমন, সাকিব, হৃদয়, ইয়ামিন, ফাহিম, মাসুম, মোস্তাকিমসহ কয়েক সন্ত্রাসী হৃদয়, হাসান শুভ ও জিসান হোসেনকে জোরপূর্বক উঠিয়ে গোলাকান্দাইল হাট সংলগ্ন বালুর মাঠে নিয়ে রড ও কাঠ দিয়ে পিটিয়ে শরীর থেঁতলে দেয়। পরে সেখান থেকে তুলে এনে সৌরভের অফিস কক্ষে দুই দফা পেটানো হয়। সেখান থেকে কৌশলে পালিয়ে যায় হৃদয় হাসান শুভ।
×