ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রংপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ॥ ছাত্রলীগ নেতাসহ আটক ২

প্রকাশিত: ১২:২৯, ২৫ আগস্ট ২০১৯

রংপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ॥ ছাত্রলীগ নেতাসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৪ আগস্ট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে রংপুর নগরীর সরদারপাড়া থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল আযম ফাইনসহ ফিরোজ নামে আরেক স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার কক্ষ ও ওই হলের সভাপতি হাসান আলীর কক্ষসহ তিনটি কক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলমের কক্ষে ভাংচুর চালানো হয়। মোল্লাহাটে আওয়ামী লীগ নেতা হত্যার দ্রুত বিচার দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলার গাংনির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার হোসেন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দাড়িয়ালা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এতে বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি গাংনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার উজির আলী, গাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মফিজুল ইসলাম, সহ-সভাপতি শিকদার তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রনি শিকদার, ইউপি সদস্য হুমায়ুন শেখ, জুয়েল শেখ, সাইফুজ্জামান সবুজ, নিহতের ছেলে মোস্তাইন শেখ, স্ত্রী নাছিমা বেগম, মেয়ে সোমা, রুনাসহ অনেকে। বক্তারা বলেন, হত্যার পরে দুই সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ মামলায় এজাহারভুক্ত কোন আসামিকে আটক করেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার বাদী ও নিহতের স্বজনদের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে আসামিরা। এ অবস্থায় অনতি বিলম্বে হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের দাবি জানান বক্তারা।
×