ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যারা জঙ্গীবাদে জড়িয়ে মানুষ হত্যা করে তারা ইসলামের দুশমন ॥ শিক্ষা উপমন্ত্রী

প্রকাশিত: ১২:৩০, ২৫ আগস্ট ২০১৯

যারা জঙ্গীবাদে জড়িয়ে মানুষ হত্যা করে তারা ইসলামের দুশমন ॥ শিক্ষা উপমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যারা ইসলামের কথা বলে জঙ্গীবাদে জড়িয়ে মানুষ হত্যা করে তারাই ইসলামের দুশমন। আল্লাহর নৈকট্যধন্য আউলিয়ায়ে কেরামগণ যুগে যুগে ইসলামের শান্তি সম্প্রীতি, সাম্য, উদারতা ও মানবতার বাণীই মানুষের মাঝে তুলে ধরে আসছেন। মাইজভা-ারী আধ্যাত্মিক মনীষীগণ পবিত্র ইসলাম নিয়ে একটি মানবিক সম্প্রীতিময় বিশ্ব সমাজগড়ায় নিজেদের উৎসর্গীত রেখেছেন। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে মাইজভা-ার রহমানিয়া মইনিয়া মাদ্রাসার সাবেক ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি একথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আল্লামা মুফতি সালেহ সুফিয়ান মাইজভা-ারী। শিক্ষা উপমন্ত্রী বলেন, ইসলামে শান্তি, সাম্য, উদারতা ও মানবিক মূল্যবোধের চর্চা ও বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন মাইজভা-ারী দর্শন নিয়ে নেতৃত্বদানকারীগণ। যারমধ্যে অন্যতম হচ্ছেন শাহ সুফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী। তাঁর শূন্যতা আজ আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। তিনি বলেন, যারা ইসলামের কথা বলে জঙ্গীবাদে জড়ায় তাদের ব্যাপারে মুসলিম জনতা, আলেম সমাজ ও দেশবাসীকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানের মুখ্য আলোচক পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ইসলামী চিন্তাবিদ আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আজ চতুর্দিকে মানবতার আর্তনাদ চলছে। দেশে দেশে শান্তিপ্রিয় নিরীহ মানুষ নির্যাতননিপীড়নের শিকার। চুপ করে বসে না থেকে সকলকে মজলুম মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে শাহ সুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী বলেন, বহুত্বের মধ্যে ঐক্যসাধনই হচ্ছে মাইজভা-ারী মহাত্মাদের জীবন দর্শন। দেশে বহু পথ থাকবে, বহু মতাদর্শের মানুষ থাকবে, কিন্তু সবাই মিলে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে মানবিক ঐক্য গড়াই হচ্ছে মাইজভা-ারী মহাত্মাদের দর্শন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উদ্যোক্তা সংগঠনের সভাপতি হাফেজ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এমএ মতিন প্রমুখ।
×