ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট সিরিজ ॥ নিসাঙ্কার সেঞ্চুরিতে ম্লান সাইফের সেঞ্চুরি

ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশিত: ১২:৪১, ২৫ আগস্ট ২০১৯

ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল ওয়ানডে ক্রিকেট সিরিজ হেরে গেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে ৭ উইকেটে হারতেই সিরিজ হার হয়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি কি দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার সাইফ হাসান। ১৩০ বলে ৪ চার ও ৭ ছক্কায় ১১৭ রান করেন। কিন্তু শ্রীলঙ্কা ওপেনার পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে সাইফের অসাধারণ ব্যাটিং ম্লান হয়ে যায়। নিসাঙ্কা ৭৮ বলে ৮ চার ও ৫ ছক্কা অপরাজিত ১১৫ রানের ঝড়ো ইনিংস খেলেই বাংলাদেশকে হারিয়ে দেন। প্রথম ওয়ানডেতে ১৮৬ রানে হারের পর সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশ তরুণ ব্যাটসম্যানদের ব্যাটিং হতাশা জাগায়। সেই হতাশা দ্বিতীয় ওয়ানডেতেই দূর হয়। ২ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা আনে। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ভাল ব্যাটিং করেও বৃষ্টির তোপ আর বোলারদের নখদন্তহীন বোলিংয়ে হার হয় বাংলাদেশের। তাতে করে সিরিজ হারও হয়ে যায়। ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সাইফের সেঞ্চুরির সঙ্গে আফিফ হোসেন ধ্রুবর অপরাজিত ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৯ রান করে বাংলাদেশ। জয় পাওয়ার মতো রানই স্কোরবোর্ডে জমা করে। কিন্তু শ্রীলঙ্কার ইনিংসের মাঝপথে যে বৃষ্টি হয় আর তাতে করে শ্রীলঙ্কার জিততে ২৮ ওভারে ১৯৯ রান লাগে, সেখানেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৮ ওভারে ১৯৯ রান করাও অনেক কঠিন হয়ে পড়ে। যদি বোলাররা নিজেদের মেলে ধরতে পারেন। কিন্তু নিসাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে সব আশা হতাশায় পরিণত হয়। তৃতীয় উইকেটে নিসাঙ্কা ও ৩২ বলে ৫৫ রান করা মিনোদ ভানুকা মিলে যে ১২২ রানের জুটি গড়েন সেখানেই সব শেষ হয়ে যায়। ৩ উইকেট হারিয়ে ২৪ ওভারেই ১৯৯ রান করে জিতে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ বোলারদের মধ্যে ইয়াসিন আরাফাত শুধু ওভারপ্রতি ৫.৮০ রানের মতো দেন। বাকিরা কেউই ওভারপ্রতি ৭ রানের কম দিতে পারেননি। নাঈম হাসান তো ওভারপ্রতি ১০ রান করে দেন। এমন হলে কী আর জেতা সম্ভব? বাংলাদেশ তাই জিততেও পারেনি। সিরিজও হেরে গেছে। ওয়ানডে সিরিজ শেষ। এখন আনঅফিসিয়াল টেস্ট সিরিজের পালা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দল দুটি চারদিনের ম্যাচ খেলবে। ২৭ আগস্ট থেকে খুলনায় প্রথম টেস্ট শুরু হবে। ৩ সেপ্টেম্বর থেকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। স্কোর ॥ বাংলাদেশ ইমার্জিং দল ইনিংস ॥ ২৬৯/৫; ৫০ ওভার (সাইফ ১১৭, আফিফ ৬৮*, নাজমুল ৩৯, ইয়াসির ৯, জাকির ৭, নাইম ৬; কালানা ২/৪৭)। শ্রীলঙ্কা ইমার্জিং দল ইনিংস ॥ (টার্গেট ২৮ ওভারে ১৯৯ রান) ১৯৯/৩; ২৪ ওভার (নিসাঙ্কা ১১৫*, ভানুকা ৫৫, হাসিথা ১২; ইয়াসিন ১/২৯)। ফল ॥ বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল বৃষ্টি আইনে ৭ উইকেটে পরাজিত। ম্যাচসেরা ॥ পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা)।
×