ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লৌহজংয়ের লোকালয়ে বাঘ!

প্রকাশিত: ১২:৪২, ২৫ আগস্ট ২০১৯

 লৌহজংয়ের  লোকালয়ে  বাঘ!

স্টাফ রিপোর্র্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউপির ফুলকচি গ্রামের লোকালয়ে দুটি বাঘ দেখা গেছে। তাই শনিবার রাত সাড়ে ৯টায় লৌহজংয়ের ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে পুলিশ মোতায়েন করেছেন। এই সঙ্গে গ্রামবাসীরা রাতে যেন একা চলফেরা না করে দলবদ্ধভাবে বের হন, সেই নির্দেশনা দেয়া হয়েছে। ঘটনাস্থলে বন বিভাগকে তলব করা হয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কাবিরুল ইসলাম খান রাত সাড়ে ১১টায় জানান, গ্রামটির মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে- একা একা যাতে কেউ ঘর থেকে বের না হন। বাঘ থেকে সুরক্ষায় রাতে যাতে দলবদ্ধভাবে বের হন। তিনি জানান, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সারা রাত পুলিশ টহল দেবে। এছাড়া রবিবার বন বিভাগের দায়িত্বশীলরা গ্রামটিতে আসবেন। তাদের অবগত করা হয়েছে। ইউএনও গ্রামবাসী ও বন বিভাগের সঙ্গে আলোচনা করে জানান, বাঘ দুটি হয়তো মেছো বাঘ হতে পারে। শনিবার সন্ধ্যার পরে লোকালয়ে আসলে গ্রামবাসীরা বাঘটিকে ধাওয়া দেয়। পরে গ্রামের জঙ্গলে রয়েছে বাঘ দুটি।
×