ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘুমন্ত স্বামীকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১২:৪৭, ২৫ আগস্ট ২০১৯

ঘুমন্ত স্বামীকে  ব্যাট দিয়ে  পিটিয়ে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীর মিরপুরের কাফরুলে লিমা নামে এক নারীর বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় স্বামী বাবুল আক্তারকে (৩৫) ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে বাবুলকে বেধড়ক পেটানোর পর গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সন্ধ্যায় ঢামেকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর বাংলা নিউজের। বাবুলের স্বজন ফারুক হোসেন জানান, বাবুল এক সন্তান ও স্ত্রী লিমাকে নিয়ে মিরপুর-১৩ এর কাফরুল রোডের ৯ নম্বর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। সকালে ঘুমন্ত অবস্থায় তাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্ত্রী লিমা। এ ঘটনায় বাবুলের মা সোনেকা খাতুন আহত হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই লিমা পালিয়ে গেছেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা স্বজনরা জানাতে পারেননি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য বাবুলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
×