ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেবাননে দুই ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি হিজবুল্লাহর

প্রকাশিত: ২২:৪২, ২৫ আগস্ট ২০১৯

লেবাননে দুই ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক ॥ লেবাননের রাজধানী বৈরুতের আকাশে দুইটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে দেশটির শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রবিবার ভোরে সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ বৈরুতের ‘ধাহয়িয়েহ’ এলাকার আকাশে উড্ডয়নরত ড্রোনগুলো রকেট নিক্ষেপ করে ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন ধাহয়িয়েহ এলাকায় বিধ্বস্ত হয়েছে। দ্বিতীয়টি কাছাকাছি একটি এলাকায় মাটিতে পড়ার আগ মুহূর্তে বিস্ফোরিত হয়েছে। দক্ষিণ বৈরুতের অধিবাসীরা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর দেওয়ার পর হিজবুল্লাহর এ বিবৃতি প্রকাশিত হলো। ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত তেল আবিবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েল প্রায়ই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে জঙ্গিবিমান ও ড্রোন পাঠায় এবং দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে থাকে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মাথায় লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিতের কথা জানায় হিজবুল্লাহ। সূত্র: পার্স টুডে।
×