ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মায় ১৬০ টন সিমেন্ট নিয়ে ডুবে গেল ট্রলার

প্রকাশিত: ০২:৫৪, ২৫ আগস্ট ২০১৯

পদ্মায় ১৬০ টন সিমেন্ট নিয়ে ডুবে গেল ট্রলার

অনলাইন রিপোর্টার ॥ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ১৬০ টন সিমেন্ট নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ধল্লাপাড়ার অদূরে পদ্মা নদীতে আল্লাহরদান নামে ওই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৪ শ্রমিক স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠে আসেন। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, ট্রলার ডুবি সকালে হলেও তারা অনেক দেরিতে খবর পেয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে এসেছেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। তবে ট্রলার ডুবিতে কেউ নিখোঁজ বা আহত হননি। সবাই নিরাপদে পাড়ে উঠে এসেছেন। জানাগেছে, নারায়ণগঞ্জ থেকে ট্রলারটি ১৬০ টন সিমেন্ট নিয়ে রাজবাড়ীর দিকে আসছিল। হঠাৎ দৌলতদিয়ার ধল্লাপাড়া এলাকায় তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা শ্রমিকদের সবাই স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠে আসতে সক্ষম হন। পরে দুপুরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
×