ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ইবির চার শিক্ষার্থীর শাস্তি

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ আগস্ট ২০১৯

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ইবির চার শিক্ষার্থীর শাস্তি

ইবি সংবাদদাতা ॥ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে দুই শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষ ও এক সেমিস্টারের পরীক্ষা বাতিল এবং অপর দুই শিক্ষার্থীর এক শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল ও পরবর্তী এক শিক্ষাবর্ষে পরীক্ষা দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। আজ রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৫৪ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গোলজার হোসেন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাদাব সিপার। বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মালিহা বিনতে জাহিদ এবং হাফিজ মোল্লা। এদের মধ্যে গোলজার হোসেন এবং শাদাব সিপারকে এক শিক্ষাবর্ষ ও এক সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়। অন্যদিকে মালিহা বিনতে জাহিদ এবং হাফিজ মোল্লাকে এক শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল ও পরবর্তী এক শিক্ষাবর্ষে পরীক্ষা দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।
×