ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবি শামসুর রাহমানের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:২২, ২৫ আগস্ট ২০১৯

কবি শামসুর রাহমানের স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন রিপোর্টার ॥ ছন্দময় শব্দে কবিতার মাধ্যমে দেশ ও দেশের মানুষের কথা বলা বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। অন্তর্মুখী স্বভাবের এই মানুষ তার সৃষ্টির মাধ্যমেই তুলে ধরেছেন সাধারণ মানুষের হাহাকার ও প্রকাশ করেছেন নিজের অন্তরের অনুভূতি। সমাজ, সংস্কৃতি ও জীবনকে কবি শামসুর রাহমান দেখেছিলেন অন্তদৃষ্টি দিয়ে। সেই হৃদয়ের কথাই তিনি প্রকাশ করেছেন তার আপন লেখনীতে। নাগরিক কবি শামসুর রাহমানের স্মরণে আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমী। অনুষ্ঠানের শুরুতেই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর কবি শামসুর রাহমানের জীবনী পাঠ করা হয়। একাডেমীর শিক্ষার্থীদের প্রতি বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ রুপু খান। একাডেমীর শিক্ষার্থীরা কবির লেখা কবিতা পাঠ করেও সঙ্গীত পরিবেশন করে। কবিতা পাঠ করে প্রিয়া আলম, আল-আমীন, সরস্বতী, জুয়েল ও সমীর। সঙ্গীত পরিবেশন করে জানে আলম, মীরা ও আল-আমীন। অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের বিদেহী আত্মার শান্তি ও সকলের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
×