ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে শিশু সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক

প্রকাশিত: ০৭:০৫, ২৫ আগস্ট ২০১৯

নীলফামারীতে শিশু সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ শিশু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গোলটেবিল বেঠক অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। আজ রবিবার দুপুর ১২ টায় নীলফামারী প্রেসক্লাবের হলরুমে এর আয়োজন করে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি। এতে অংশ নেয় সংবাদকর্মী ছাড়াও শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা। গোলটেবিল বৈঠকের শুরুতে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচী কর্মকর্তা জন কেনেডি ক্রুজ । এসময় ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপক অরবিন্দু সিলভেস্টার গোমেজ, কর্মসূচী কর্মকর্তা ডমিনিক রিবেক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, তাহমিন হক ববী, মীর মাহমুদুল হাসান আস্তাক ও ভূবন রায় নিখিল বক্তব্য রাখেন।সদর উপজেলা যুব উন্নয়ন ফোরামের সভাপতি মল্লিকা রায় বৈঠকটি সঞ্চালনা করেন। অপর দিকে একই সময় নারী ও কন্যা শিশুর সুরক্ষা প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে পল্লী-শ্রীর অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় পল্লীশ্রী নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করে। পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী শামিমা বেগম পপির সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মোজাফ্ফর আলী, রওশন রশীদ যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি, আব্দুল্লাহ আল মামুন জুলফিকার আলী ভুট্টো প্রমূখ।
×