ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক শ’ কোটি টাকা আত্মসাত

ঢাকা আরবান ব্যাংকের চেয়ারম্যানসহ সাত জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৫২, ২৬ আগস্ট ২০১৯

 ঢাকা আরবান  ব্যাংকের চেয়ারম্যানসহ সাত জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোঃ রফিকুল আলমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- মোঃ মিজানুর রহমান, সাবেক জেলা সমবায় অফিসার, বর্তমান যুগ্ম নিবন্ধক, সমবায় অধিদফতর, ঢাকা, মিজানুর রহমান ভূইয়া, সাবেক ব্যবস্থাপক, দি আরবান কো-অপারেটিভ ব্যাংক লিঃ, নারায়ণনগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ, মোঃ লুৎফর রহমান, জেলা অডিটর (বর্তমান অবসরপ্রাপ্ত)। জেলা সমবায় অফিস, ঢাকা, মোঃ খবির খান, সাবেক উপসহকারী নিবন্ধক, জেলা সমবায় অফিস, ঢাকা, মহসিন মজুমদার, পরিদর্শক, জেলা সমবায় অধিদফতর, ঢাকা, তাহমিনা বেগম, সভাপতি, দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিঃ, প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা।
×