ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিজিএফের চাল পেলেন অষ্ট্রেলিয়া-জাপান প্রবাসীর পরিবার, পেলেন মৃত ব্যক্তিরাও!

প্রকাশিত: ০২:৩১, ২৬ আগস্ট ২০১৯

ভিজিএফের চাল পেলেন অষ্ট্রেলিয়া-জাপান প্রবাসীর পরিবার, পেলেন মৃত ব্যক্তিরাও!

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চৌগাছা উপজেলার নরায়নপুর ইউনিয়নে ভিজিএফের চাল পেলেন অষ্ট্রেলিয়া ও জাপান প্রবাসীর পরিবার। মৃত ব্যক্তিদের নামেও কার্ড থাকায় তাদের পরিবারও চাল নিলেন। গত রবিবার এসব ধনাঢ্য ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় চৌগাছা উপজেলার নারায়রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল গত ঈদ উল আযহার আগে বিতরণ হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত রবিবার ওই ওয়ার্ডের ৮৩০ পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। বিতরণকৃতদের তালিকায় নাম রয়েছে নারায়ণপুর গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে রফিকুল ইসলামের। তিনি নারায়নপুর বাজারে তিনতলা একটি ভবনের মালিক। সেখানে গ্রামীণ ব্যাংক ও কৃষি ব্যাংকের নারায়ণপুর শাখা অফিস রয়েছে। নারায়ণপুর গ্রামের অন্যতম ধনাঢ্য ব্যক্তি অষ্টলিয়া প্রবাসী রুবেল হোসেন এবং জাপান প্রবাসী আছির উদ্দীন মৃধা। দু’জনেরই রয়েছে গ্রামে দৃষ্টিনন্দন বহুতল বাড়ি। একইভাবে গ্রামের মৃত নুর আলী মুন্সির ছেলে সামসুল মুন্সি, মোবারক সর্দারের ছেলে মনিরুল ইসলামের রয়েছে গ্রামে দৃষ্টি নন্দন বাড়ি। তারা সকলেই রবিবার ভিজিএফ এর চাল নেয়ার তালিকায় ছিলেন। তাদের সকলের বাড়িতে ভিজিএফের চাল উত্তোলনের টোকেন পৌছে দেন ইউনিয়ণ পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাবেয়া খাতুন। তবে কার্ডধারী এসকল পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, তারা নিজেরাই জানেন না তারা ভিজিএফের চালের কার্ডধারী। তারা জানান, ২৫ জুলাই উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য ইউসূফ আলী সাবেক ইউপি সদস্যের করা ভিজিএফএর তালিকা নিয়ে আপত্তি জানালে ঈদের আগে চাল বিতরণ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের দ্বন্দ্ব প্রকাশ্যে এলে তারা জানতে পারেন স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের নামেও ভিজিএফের কার্ড ইস্যু করা হয়েছে। তালিকায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ধনাঢ্য ব্যক্তি জানিয়েছেন, আমরা এর আগে কখনো চাল গ্রহণ করিনি। আথচ পূর্বের তালিকায়ও আমাদের নাম রয়েছে। তবে রবিবার পরিষদে বিতরণকৃত চাল এসব ব্যক্তির কয়েকজন গ্রহণ করে দরিদ্রদের দিয়েছেন। তাদের অভিযোগ, পূর্বের ওই তালিকার অন্ততঃ ষাটভাগ সদস্য ধনি পরিবারের। তাদের বেশিরভাগই জানেন না তাদের নামে ভিজিএফ কার্ড রয়েছে। ওই চাল তুলে আত্মসাৎ করেন নারী ইউপি সদস্য রাবেয়া খাতুন। তাদের আরও অভিযোগ তালিকায় থাকা নারায়ণপুর গ্রামের মৃত বায়োজিদ সর্দারের ছেলে মোমিনুর রহমান ছয় বছর আগে মারা গেছেন। একই গ্রামের মৃত ওহেদ আলীর ছেলে আব্দুল হালিম দুই বছর আগে মারা গেছেন। তালিকায় তাদের নাম থাকায় গ্রামের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, নতুন মেম্বার তো এসব অসঙ্গতি তুলে ধরেছেন। তবুও পুরনো তালিকায় কেন চাল বিতরণ করা হলো ? গ্রামের তুহিনুর রহমান তুহিন ইউনিয়ন জামায়াতের সভাপতি। তিনি চৌগাছা বাজারে ব্যবসা করেন। বিগত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তার নামেও রয়েছে ভিজিএফএর চালের কার্ড। জানতে চাইলে তিনি বলেন, আমার নাম যে তালিকায় রয়েছে এবারই প্রথম জানলাম। অথচ এতদিন আমার নামে চাল উঠে যাচ্ছে। তিনি এসব অনিয়মের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। একই গ্রামের মিজানুর রহমান, বাবর আলী, আমিনুর রহমান, শাহিনুর রহমান সকলেই এলাকায় অবস্থাশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের সকলের দাবি তারা নিজেরাও জানেননা তাদের নামে ভিজিএফের এসব চাল উঠিয়ে নেয়া হচ্ছে। এবিষয়ে ইউপি চেয়াম্যান জয়নাল আবেদীন মুকুল বলেন, মৃত সাবেক ইউপি সদস্যের তালিকা অনুসরণ করে চালের স্লিপ করা হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ পেলে অনেক ধনি ব্যক্তি চাল নিতে আসেনি। সেই চাল আমরা দৃস্থদের মধ্যে বিতরণ করেছি।
×