ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন পন্ড

প্রকাশিত: ০৩:৩২, ২৬ আগস্ট ২০১৯

সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন পন্ড

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আহূত মানববন্ধন পন্ড করে দিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর গ্রুপে নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন আয়োজন করা হয়েছিল। সুনামগঞ্জ সদর হাসপতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ডাকা এক মানববন্ধন কর্মসূচি ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে প- হয়ে গেছে। হাসপাতালের দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির আয়োজনে এই মানববন্ধন হবার কথা ছিল। জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক ও দুর্নীতি দমন কমটির আহ্বায়ক ইনামুজ্জামান চৌধুরী এনাম ট্রাফিক পয়েন্ট এলাকায় জনতাকে নিয়ে পূর্বনির্ধারিত সময়ে মানববন্ধন শুরু করেন। এর এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের বাধা দেন। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে পুলিশ এসে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, দুর্নীতি বিরোধী মানববন্ধনের আড়ালে আয়োজকরা সরকার বিরোধী ষড়যন্ত্র করছেন। তাই তারা মানববন্ধনে বাধা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শহরের আলফত উদ্দিন স্কয়ারে আন্দোলনকারীরা জরো হতে থাকে। বেলা সাড়ে ১১ টায় হাসপাতালে দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির ব্যানারে জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী’র নেতৃত্বে রাজনৈতিক কর্মী, ছাত্র-জনতা মানববন্ধনে দাঁড়ালে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে নেতা-কর্মীরা এসে মাইক কেড়ে নেয়। এতে আন্দোলনকারী ও ছত্রলীগের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় । এ সময় ওখানে বিপূল সংখ্যক পুলিশও উপস্থিত ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। পরে মানববন্ধনকারীরা কয়েকটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলামকে বিষয়টি অবহিত করেন বিষয়টি। স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ সিভিল সার্জন সহ দুর্নীতিবাজ কর্মচারীদের অপসারণের দাবিও জানান আন্দোলনকারীরা। হাসপাতালে দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরী পরে প্রেস ব্রিফিংয়ে জানান, তারা স্বাস্থ্য বিভাগে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছিলেন। মানববন্ধনে দাঁড়ানোর প্রস্তুতি নিতেই জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও তার সঙ্গীরা অকথ্য ভাষায় গালাগালি করে বিশৃঙ্খলা তৈরি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিষয়টি তাৎক্ষণিক সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও পুলিশ সুপারকে জানানো হয়। পরে এ ঘটনা জানানোর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তাঁকে না পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলামকে বিষয়টি অবিহিত করা হয়। ‘সদর হাসপাতালে দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরন কমিটি’র আহ্বায়ক ইনামুজ্জামান চৌধুরী এনাম বলেন, জনগণের ভোগান্তির লাঘবে সদর হাসপাতালের অনিময়-দুর্নীতির বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কিন্তু কোন কারণ ছাড়াই জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা এসে মাননবন্ধনে এসে বাধা দেন। তিনি আরো বলেন, বাধা পেয়ে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গিয়ে মানববন্ধন করতে চাইলে সেখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধ প্রদান করেন। পরে আমরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করতে তার কার্যালয়ে যাই। কিন্তু তাকে না পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো জানাই। আগামী বুধবারে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে টেলিফোনে জানানো হয়েছে। এনামুজ্জামান চৌধুরী জানান, আগামী বুধবার স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবরে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি প্রদান করা হবে। জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে বলেন, হাসপাতালের দুর্নীতির বিরোধিতার নামে মানববন্ধন আয়োজন করে ছাত্রদল ও জামাত-শিবিরের লোকজন সরকার বিরাধী বক্তব্য প্রদান করছিলন। পার্টি অফিস কাছে থাকায় সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের বাধা দিয়েছেন। এজন্য ছাত্রলীগের নেতা কর্মীরা মৌখিকভাবে বাধা দেয়। মাইক কেড়ে নেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টির কোন ঘটনা ঘটেনি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি মানববন্ধনের আয়োজন করা হলে ছাত্রলীগ এসে বাধা দেয়। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ দুপক্ষকে দুদিকে সরিয়ে দিয়েছে।
×