ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০২:৩২, ২৭ আগস্ট ২০১৯

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্ত ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার শাহবাড়িয়া গ্রামে এ সংঘষের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দু’জনকে কুষ্টিয়া ও অন্যদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ তৎপরতা বৃদ্ধি করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খোঁজ নিযে জানা গেছে, শৈলকুপা উপজেলার শাহবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সিরাজুল ইসলাম ও রাসেল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সিরাজ গ্রুপের সমর্থক মিলন হোসেন রাসেল গ্রুপের সমর্থক লিটন হোসেনের কাছে ৬ হাজার টাকা পায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই পানা টাকা চাইতে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি ও শেষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়গ্রুপের লোকজন ঢাল, ভেলা, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র¿ নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আসমা বেগম, বিলকিস, সবুরা, লিটন, রফিকুল, ছবেদ আলী, সাইফুল, রবিউল, মিলন, মনজেল, মজিদ ও আব্দুর রহিমসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় লিটন হোসেন ও রফিকুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, নতুন সংঘর্ষ এড়াতে গ্রামটিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×