ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাবা হত্যার বিচার চায় শিশু লামিম ও তাসিন

প্রকাশিত: ০৯:০৯, ২৭ আগস্ট ২০১৯

বাবা হত্যার বিচার চায় শিশু লামিম ও তাসিন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ ব্যবসায়ী সাইদুল হত্যাকা-ের প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পাঁচ গ্রামের প্রায় এক হাজার বাসিন্দা। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় নিহত সাইদুলের দুই শিশু পুত্র লামিম ও তাসিন এলাকাবাসির সাথে বাবা‘র হত্যাকারীদের বিচার চেয়ে মানবন্ধনে অংশ নেয়। জানা গেছে, সাইদুল ইসলাম (৪০) মহেশকুড়া গ্রামের এজাহার মিয়ার ছেলে। তিনি দেওয়ানগঞ্জ বাজারে ব্যবসায়ী। ঈদের পরদিন মহেশকুড়া গ্রামের তিন কলেজছাত্র পাশের বিরাশি গ্রামের মুক্তোল মল্লিকের এক ছেলের হাতে লাঞ্ছিত হয়। রাব্বি নামের এক ছাত্রকে কুপিয়ে আহত করে মুক্তোল মল্লিকের ছেলে রাজীব মল্লিক। এ ঘটনায় গত ২১ আগস্ট থানায় মামলা হলে বিরাশি গ্রামের মুক্তলের সমর্থকরা ক্ষুদ্ধ হয়। রবিবার ছিল ওই বিরোধ মীমাংসার দিন। কিন্তু ওই দিন মুক্তোল মল্লিকের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী দেওয়ানগঞ্জ বাজারে প্রবেশ করে মহেশকুড়া গ্রামের লোকজনকে কুপিয়ে আহত করে। নিজের স্বাজনদের বাঁচানোর জন্য সাইদুল বাড়ি থেকে দেওয়ানগঞ্জ বাজারে ছুটে গেলে তাঁকে কুপিয়ে হত্যা করে নালায় ফেলে চলে যায়। এ ঘটনায় সাইদুলের চাচা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। ওই মামলায় ২৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-২২জনকে আসামি করা হয়। কর্মসূচি চলার সময় উপস্থিত এলাকাবাসী আাসমিদের ফাঁসির দাবি করে। নিহতের ভাই জুনায়েদ বলেন, আমার ভাইকে হত্যা করে দুটি শিশুপুত্রকে এতিম করে দেওয়া হয়েছে। প্রতিশোধের আগুন জ্বলছে। তবু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের অপেক্ষা করছি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, পুলিশ এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিরা আমাদের নজরদারির মধ্যে রয়েছে।
×