ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০২:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৯

কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধর মৃত্যু ঘটেছে। কেশবপুর হাসপাতালে ভর্তি থাকা বরনডালি গ্রামের রুহুল কুদ্দুস নামের ওই বৃদ্ধকে শনিবার দিবাগত গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরনডালি গ্রামে রুহুল কুদ্দুসকে (৫৮) জ্বরের কারনে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরিক্ষার পর তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। কেশবপুর হাসপাতালে চিকিৎসা চলাকালে শনিবার রাতে তার অবস্থার অবনতি ঘটলে ডাক্তাররা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। গভীর রাতে তাকে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতাল কর্মকর্তা ডাক্তার হারুন অর রশিদ জানান, নিহত ওই রোগীর ডেঙ্গু রোগের পাশাপাশি ব্রেন স্ট্রোক ছিল। তিনি আরও বলেন, এ পর্যন্ত ১শ’৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন ডেঙ্গু রোগি হাসপাতলে ভর্তি আছে।
×