ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বছরের প্রথম মাসে ৬ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি

প্রকাশিত: ০৯:১৭, ২ সেপ্টেম্বর ২০১৯

বছরের প্রথম মাসে ৬ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের ২০১৯-২০ অর্থবছরের প্রথম জুলাই মাসে ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় অধিদপ্তর থেকে গ্রাহকরা বিভিন্ন স্কিমের ৬ হাজার ৯১ কোটি ৩৩ লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছেন। জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছে সরকার। এবার সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্য কম ধরা হয়েছে। তবে ব্যাংক থেকে ধার করার লক্ষ্যমাত্রা বেশ বাড়ানো হয়েছে। বাজেট ঘাটতি মেটাতে ২০১৯-২০ অর্থবছরের ব্যাংক ব্যবস্থা থেকে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা ঋণ নেবে বলে ঠিক করেছে সরকার। কিন্তু চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে ২৩ হাজার ৭৬১ কোটি টাকা ব্যাংক ঋণ নেয়া হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে গত ৮ আগস্ট পর্যন্ত সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছে ২৩ হাজার ৭৬১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক দিয়েছে ৬ হাজার ৪৩৯ কোটি টাকা; আর বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেয়া হয়েছে ১৭ হাজার ৩২৩ কোটি টাকা।
×