ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইলেন জার্মানির প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৯:২৪, ৪ সেপ্টেম্বর ২০১৯

ক্ষমা চাইলেন জার্মানির প্রেসিডেন্ট

৮০ বছর আগে, ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ডের ভিয়ালুন শহরে বোমা মেরেছিল জার্মান বাহিনী। ওই ঘটনা স্মরণে রবিবার শহরটিতে এক অনুষ্ঠানে যোগ দিতে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে স্টায়ানমারও এখন পোল্যান্ডে অবস্থান করছেন বলে বিবিসি জানিয়েছে। ‘জার্মান নিপীড়নে ক্ষতিগ্রস্তদের জন্য মাথা নোয়াচ্ছি আমি। ক্ষমা চাইছি,’ পোল্যান্ডের প্রেসিডেন্ট আনজেই দুদাকে পাশে নিয়ে জার্মান ও পোলিশ ভাষায় বলেন স্টায়ানমায়ার। নাৎসি জার্মানির ওই হামলাকে ‘বর্বরতা’ অ্যাখ্যা দিয়ে পোল্যান্ডের প্রেসিডেন্টও তার তীব্র নিন্দা জানান। ওই ঘটনা স্মরণে রবিবার শহরটিতে এক অনুষ্ঠানে যোগ দিতে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে স্টায়ানমায়ারও এখন পোল্যান্ডে অবস্থান করছেন বলে বিবিসি জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে পোল্যান্ডে নাৎসি বর্বরতার জন্য ক্ষমা চেয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টায়ানমায়ার। সূত্র : ইন্টারনেট
×