ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে চারলেন সড়ক উন্নীতকরণ কাজের উদ্বোধন করলেন লিটন

প্রকাশিত: ০৯:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহীতে চারলেন সড়ক উন্নীতকরণ কাজের উদ্বোধন করলেন লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার নগরীর বহরমপুর মোড়ে ১৭৩ কোটি টাকার রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজের প্রথম অংশের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিক সূত্র জানায়, ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুটে উন্নীত করা হবে। এতে রাখা হয়েছে ড্রেন, ফুটপাত, ডিভাইডারসহ সাইকেল লেন। প্রথম অংশে মোট রাস্তার দৈর্ঘ্য ২ দশমিক ১২ কিলোমিটার, ৪ ফুট চওড়া ডিভাইডারসহ উভয় পাশে ২৩ ফুট করে পৃথক দুটি লেন থাকবে। এছাড়া উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাত এবং রাস্তার দক্ষিণপাশের্^ ৭ ফুট ৮ ইঞ্চি চওড়া বাই সাইকেল লেন সুবিধা রাখা হয়েছে। এছাড়া রাস্তার উভয় পাশের্^ সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন রাখা হবে। সকালে ফলক উন্মোচন করে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র লিটন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক মানের রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামীতে এ রকম রাস্তা নির্মাণ অব্যহত থাকবে, যা সময়ের দাবী। যার সুফল ভোগ করবে মহানগরবাসী। এ নগরীর উন্নয়নে ৩ হাজার কোটি টাকার প্রকল্প দাখিল করা হয়েছে। আশা করছি আগামী ৩/৪ মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পটির অনুমোদন দিবেন। এই প্রকল্পটি অনুমোদিত হলে আরো ব্যাপকভাবে পাল্টে যাবে রাজশাহী। মেয়র বলেন, নির্মল বায়ুর শহর রাজশাহী ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। নগরীকে সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পদ্মা নদীর ধারে নারিকেল, অশ^ত্থ, বট গাছ লাগিয়ে নগরীকে সবুজের বেষ্টনি করা হচ্ছে। নানা দিক দিয়ে রাজশাহী নগরীকে নিরাপদে রাখতে চাই। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারাদেশে এর প্রাদূর্ভাব ছড়িয়ে পড়লেও রাজশাহীতে তেমনটি দেখা যায়নি। সকলের প্রচেষ্টায় এটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে। আগামীতে এ বিষয়ে আরো সচেতন হয়ে এটিকে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে এ অঞ্চলে নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চল গড়ার অনুমোদন দিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার। রাসিকের নগর অবকাঠামো উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম অনুষ্ঠানে সভাপতিত করেন।
×