ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবুজে উৎসব

প্রকাশিত: ১৩:০০, ৬ সেপ্টেম্বর ২০১৯

সবুজে উৎসব

পরিবর্তন : উৎসবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইংল্যান্ডের গ্লাস্টনবারি সঙ্গীত উৎসব। বার্ষিক এই উৎসবের কারণে ২৩ হাজার টনেরও বেশি বর্জ্য উৎপন্ন হয়। ফলে এই বর্জ্য কমাতে উৎসবে খাবার বিক্রেতারা কাঠ এবং কাগজের তৈরি পাত্র ব্যবহার করেন। প্লাস্টিকমুক্ত নাচ : কোন প্লাস্টিক সঙ্গে না থাকলে আপনি হাঙ্গেরির সিজিগেট উৎসবে বিরতিহীনভাবে নাচতে পারবেন। এখানে পুনরায় ব্যবহারযোগ্য কাপে পানীয় পরিবেশন করা হয়। এই উৎসবে প্লাস্টিকের ব্যাগ বিক্রি নিষিদ্ধ থাকে এবং খাবার বিক্রেতারা প্লাস্টিকের প্লেট ব্যবহার করতে পারেন না। সবুজে রক : রিও এর রক বিশ্বের বৃহত্তম উৎসবগুলোর মধ্যে একটি, যেখানে এই উৎসবের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমনে যে ক্ষতি হয় তা পুষিয়ে নিতে গাছ লাগানো হয়। এর অংশ হিসেবে ২০০২ সাল থেকে ৯৩ হাজার গাছ লাগানো হয়েছে। এই উৎসবে আগত দর্শকদের তাদের গাড়ি বাড়িতে রেখে আসতে বলা হয়। মিলবে পুরস্কার : ক্যালিফোর্নিয়ায় কোচেলা উৎসবের আয়োজকরা লোভনীয় পুরস্কারের বিনিময়ে খালি বোতল, কাপ এবং ক্যান সংগ্রহ করতে দর্শকদের উৎসাহিত করেন। পুনরায় ব্যবহারযোগ্য বোতল জমা দিয়ে পুরস্কার পাওয়া গেলেও স্টিল, ধাতু, এ্যালুমিনিয়াম বা কাচের বোতল পুরস্কারের জন্য গ্রহণযোগ্য নয়। কমিক্যাল থেকে ভ্যাকুয়াম : বেলজিয়ামের টুমোরল্যান্ড উৎসব আয়োজকরা জীবাশ্ম জ্বালানি খরচ কমাতে অল্প শক্তির জেনারেটর ব্যবহার করেন। তারা কেমিক্যাল টয়লেটের বদলে তা ভ্যাকুয়ামে প্রতিস্থাপন করেছেন। কারণ কেমিক্যাল টয়লেটে একেকজনের ৯ লিটার পানি লাগলেও ভ্যাকুয়ামে লাগে মাত্র এক দশমিক দুই লিটার। ভবিষ্যতের জন্য সঙ্গীত : বার্সেলোনায় প্রাইমেরা সাউন্ড ফেস্টিভ্যালে টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। এই উৎসবে প্লাস্টিকের কাপগুলো পুনঃব্যবহারযোগ্য বিকল্পগুলোর সঙ্গে প্রতিস্থাপন এবং প্লাস্টিকের বোতল পুনঃব্যবহারযোগ্য করার প্রস্তাব তোলা হয়। সঙ্গীতের গ্রাম : নরওয়ের ওয়াফাস্টিয়ালেনের উৎসব আয়োজনে সৈরশক্তি ব্যবহার করা হয়? ৯০ শতাংশেরও বেশি জৈব খাবার পরিবেশন করা হয় এবং উৎসবে যোগ দেয়া ৯৮ শতাংশ মানুষ হেঁটে, সাইকেল চালিয়ে বা গণপরিবহনে করে আসে।
×