ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিবভক্তকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: ০১:৪৮, ৭ সেপ্টেম্বর ২০১৯

সাকিবভক্তকে গ্রেফতার করেছে পুলিশ

অনলাইন ডেস্ক ॥ গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ ও আফগানিস্তানের খেলা চলার সময় ফুলের তোড়া নিয়ে মাঠে ঢুকে পড়া তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সে মাঠে ঢুকে সাকিবকে ফুলের তোড়া উপহার দেয় এবং তাকে জড়িয়ে ধরে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান জানান, এ ব্যাপারে উপ- কমিশনার (পশ্চিম) মো. ফারুকুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তব্যরত ৬ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দায়িত্বে তাদের অবহেলা আছে কি না সেটা দেখা হচ্ছে। শুক্রবার সকালে আফগানিস্তানের ইনিংসের ১০৭তম ওভারে বল করছিলেন সাকিব আল হাসান। এসময় হঠাৎ মাঠে ঢুকে দৌড়ে তার কাছে চলে আসে ওই যুবক। স্যালুট দিয়ে হাঁটু গেড়ে দেন ফুলের তোড়া। অপ্রস্তুত সাকিব হাত দিয়ে তাকে ইশারা করেন মাঠের বাইরে যেতে। তিনি ফুলের তোড়া নিয়ে তা আম্পায়ার নাইজেল লংয়ের হাতে দেন। ততক্ষণে মাঠে ঢুকে যান বিসিবির নিরাপত্তা কর্মীরা। এরপর ওই যুবককে মাঠের বাইরে নিয়ে যান তারা। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে সাকিব আল হাসানকে ফুল দিতে আসা সেই ভক্তের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করে বিসিবি।
×