ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মূল ভেন্যুতে প্রথমবারের মতো অনুশীলনে নারী হকি দল

প্রকাশিত: ০৮:৫৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

মূল ভেন্যুতে প্রথমবারের মতো অনুশীলনে নারী হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে অংশ নিতে সিঙ্গাপুরে অবস্থান করছে বাংলাদেশ অনুর্ধ-২১ নারী হকি দল। টুর্নামেন্টের মূল ভেন্যু সেংক্যাং হকি স্টেডিয়ামে শনিবার বিকেলে প্রথম অনুশীলন করে দল। সিঙ্গাপুরে পৌঁছানোর পর প্রথম দুদিন ফিজিক্যাল ট্রেনিং করলেও এদিন প্রথম স্টিক নিয়ে মাঠে নামে নারী দল। এ্যাঙ্করভ্যালের এই মাঠেই আগামী ৯ সেপ্টেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। দলের অধিনায়ক রিতু খানম জানান, প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিরোধ গড়তে চায় তাদের দল। কোন দলকে ছাড় না দেয়ার মানসিকতা নিয়েই তৈরি হচ্ছেন তারা।
×